জুতাবৃষ্টির মুখে পালালেন লোহাগাড়া-সাতকানিয়ার আ’লীগ এমপি নদভী
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ০১ ফেব্রুয়ারি, ২০১৪, ১১:২০:৪১ সকাল

লোহাগাড়া ::জুতাবৃষ্টির মুখে সীরাত মাহফিলের মঞ্চ থেকে পালালেন চট্টগ্রাম-১৫(লোহাগাড়া-সাতকানিয়া) আসনের নব নির্বাচিত আওয়ামী লীগ দলীয় সংসদ সদস্য প্রফেসর ড. মাওলানা আবু রেজা মোহাম্মদ নেজামুদ্দিন নদভী এম পি। শুক্রবার রাত সাতটার দিকে লোহাগাড়া উপজেলার চুনতিতে অনুষ্ঠিত ঐতিহাসিক ১৯দিনব্যাপী সীরাতুন্নবী (সঃ) মাহফিলের শেষ দিনে মাওলানা লুৎফর রহমান তকরীর পেশ করেছিলেন। এ সময় আবু রেজা নদভী এমপি মঞ্চে উঠলে প্রতিবাদে মুসল্লীরা দাড়িয়ে যায়। এরপরও তিনি মঞ্চের চেয়ারে গিয়ে বসলে শুরু হয় জুতা নিক্ষেপ। বিক্ষুদ্ধ মুসল্লীদের শত শত জুতার মুখে তিনিসহ মঞ্চের সবাই সরে যান। পুলিশের সহায়তায় দ্রুত স্থান ত্যাগ করেন এম পি। পরে অন্যান্যরা মঞ্চে ফিরে এলেও সংসদ সদস্যকে আর দেখা যায়নি। ঘটনার পর ড. মাওলানা ইশা শাহেদী মাইকে দাড়িয়ে মুসল্লীদের শান্ত হবার অনুরোধ জানান একই সাথে মুসল্লীদের মনের অবস্থা বুঝে কতৃপক্ষকে মঞ্চে মেহমান আনার পরামর্শ দেন।
মুসল্লীরা জানান, এর আগে আওয়ামী লীগের কেন্দ্রীয় কমিটির সদস্য আমিনুল ইসলাম তার বক্তব্যে বলেন, ‘ইউরোপে তারেক বিন যিয়াদ অস্ত্র দিয়ে ইসলাম প্রতিষ্ঠা করার কারনে বর্তমানে সেখানে ৫ শতাংশ মুসলিমও নেই।’ এমন বক্তব্যে মাহফিলে উপস্থিত মুসল্লীদের মাঝে ক্ষোভের সৃষ্টি হয়। এক পর্যায়ে মুসল্লীরা দাড়িয়ে যায়। এ সময় মাহফিল কতৃপক্ষ চিরকুট দিয়ে বক্তব্য শেষ করানোর তাগিদ দিলে পরিস্থিতি সাময়িকভাবে শান্ত হয়।
এর কিছুক্ষণ পর আওয়ামী লীগের সংসদ সদস্য মঞ্চে উঠলে জুতা নিক্ষেপের ঘটনা ঘটে। ঘটনার পরপরই পরিস্থিতি সামাল দিতে মঞ্চে আসেন সীরাত কমিটির লোকজন। লক্ষাধিক মুসল্লীকে শান্ত করতে কতৃপক্ষ বিশেষ বক্তব্য রাখেন।
বিষয়: বিবিধ
১৭৩৪ বার পঠিত, ১৫ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
তাবলিগরা কেন বিশ্ব এজতেমায় এই কথাঘোষণা করেন না তাহলে দেখা যেত তাদের কত বড় এলেমী জ্ঞান আছে।
মন্তব্য করতে লগইন করুন