ফেসবুক প্রেম অতপর…
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ৩০ জানুয়ারি, ২০১৪, ১১:০৭:০৮ সকাল
ফেসবুক প্রেমের অনন্য এক কীর্তিতে সব কিছু ভেঙে চুরমার । দেশের সীমানা, বয়স , দূরত্ব, সামাজিক অবস্থান সব কিছু মুছে ফেলে প্রেমের নতুন সংজ্ঞা লিখলেন ৪১ বছর বয়সী মার্কিন নারী আদ্রিয়ানা পেরাল। এতে হার মানল সিনেমার সব চিত্রনাট্য।
জানা যায়, ফেসবুকে পরিচয়, তারপর প্রেমে পরিণত হওয়া সম্পর্কের খাতিরে আমেরিকার শহুরে অভিজাত জীবন ছেড়ে এক সন্তানের মা পেরাল নতুন সংসার পাততে চলে আসেন ভারতের হরিয়ানার এক ছোট্ট গ্রামে। কয়েক মাস আগেও নাইটক্লাব, পার্টিতে ডুবে থাকা পেরাল এখন হরিয়ানার গ্রামে চাষাবাদ, গরু পালনে ব্যস্ত। ব্যাপারটা এ রকম, ৪১ বছরের আদ্রিয়ানা পেরালের জীবনটা কাটছিল আর বাকি পাঁচজন হাইপ্রোফাইল গৃহিণী মার্কিন মহিলার মতই। অফিসে রিসেপসনিস্টের কাজ, তারপর সন্ধ্যায় জিম, রাতে নাইটক্লাবে দেদারচে নাচ। খাও দাও ফূর্তি কর। এভাবেই দিন কাটত পেরালের।
অফিসে ফেসবুকের সামনে মাঝে মাঝে বসার সুযোগ পেতেন। তখনই পরিচয় হয় হরিয়ানার ২৫ বছরের মুকেশ কুমারের সঙ্গে। মুকেশের সঙ্গে চ্যাট করতে বেশ ভাল লাগত পেরালের। মুকেশের সঙ্গে মিশেই জীবনের মানে খুঁজে পেতে শুরু করেন পেরাল। মুকেশের কথা পেরাল জানান তার মেয়ে ও বন্ধু বান্ধবদের।
http://ctgtimes.com/archives/8576
বিষয়: বিবিধ
১১৬১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন