নির্যাতনের শিকার গৃহবধু রিনি

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১১ জানুয়ারি, ২০১৪, ১১:১৮:৫৪ সকাল



এমন একটি ফটো যখন চোখের সামনে চলে আসে ;তখন কি কাঁদবো নাকি অন্য কিছু করব তা খুঁজে পাইনা । কে দায়ী ?? '' এই মানুষরূপী এই হিংস্র জানোয়ারের সংসার আমাদের মত মেয়েরাই করে! কেন আমাদের এই সংসার করতে হবে ? আমাদের কি ২য় আর কোন পথ নেই ? এই পৃথিবীতে এমন বর্বরতা কি করে মেনে নেওয়া যায়!! একজন মেয়ে হিসেবে- আমি একটা কথা ভাবছি যে, এই মেয়েরা যদি স্কুল জীবনে হিজাব, নেকাব পড়ত তাহলে হয়ত আল্লাহ্‌ তালাহ এই সব বর্বর পুরুষদের হাত হতে হেফাজত করত। আমি পর্দা না করার কারনে কেউ যদি আমাকে উঠিয়ে নিয়ে বিয়ে করে তাহলে এতে আমি এবং আমার পিতামাতাও কি সমান দায়ী নয় ?? _________ বছরখানেক আগে কুষ্টিয়া শহরতলীর বারখাদা উত্তরপাড়া এলাকার বিলালের মেয়ে বেবি খাতুন রিনিকে (১৬) স্কুল থেকে জোরপূর্বক তুলে নিয়ে বিয়ে করে মিরপুরের গোবিন্দপুর এলাকার রবজেলের ছেলে সবুর। তাদের দাম্পত্য জীবনে রিনি এখন ৫ মাসের গর্ভবতী। রিনির স্বামী সবুর একজন মাদকসেবী। মাদকের টাকার জন্য সবুর তার শ্বশুরবাড়ি থেকে নিয়মিত যৌতুকের টাকা নিত। ১ মাস আগে সবুর তার স্ত্রী রিনিকে দিয়ে শ্বশুরবাড়ি থেকে ১০ হাজার টাকা নিয়ে আসে। কিন্তু সেই টাকা ফুরিয়ে যাওয়ায় আবারও ৫ হাজার টাকা দাবি করে। বাবার অভাবের কথা বিবেচনা করে রিনি টাকা আনতে রাজি হয়নি। স্বামীর নির্যাতনের কথা এভাবেই বর্ণনা করে বর্তমানে কুষ্টিয়া জেনারেল হাসপাতালে ৭ নং ওয়ার্ডে চিকিত্সারত রিনি।

সুত্রঃ Marufa Akter ফেইসবুক থেকে

বিষয়: বিবিধ

১২২৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File