'আজ আমার বাসর রাত''
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ০৭ জানুয়ারি, ২০১৪, ০৭:০৯:০৩ সন্ধ্যা
'আজ
আমার বাসর রাত''
ঘটনাটি পড়ে যার চোখের পলক ভিজবে না ,
সে মানুষ না, আওয়ামীলীগ..
শিবিরের সাবেক
সদস্য, কয়েকদিন হল
জামায়াতে যোগ
দিয়েছে।
বাবা মা বিয়ের
জন্য জোর
জবরদস্তি করছে!
কিন্তু ছেলের কথা একটাই
আন্দোলনের এই
দু:সময়ে বিয়ে করবো না l অনেক
বলে কয়ে ছেলেটির
আত্নীয়
স্বজন
ছেলেটিকে বিয়ের
পিড়িতে বসাতে রাজি করালো l
ডেট ফিক্সড
হয়েছে বিয়ের,
কন্যার বাড়িতে আনন্দের ধুম
লেগেছে!
কন্যা কল্পনার
তুলিতে আকছে তার
ভবিষ্যতের মনের
মানুষকে, হাত পায়
মেহেদি সাজে সাজাচ্ছে
দেখতে দেখতে বিয়ের
দিন চলে আসল,
কনের
বাড়ি থেকে রওয়ানা হয়
মেহমানের দলের
বাচ্চারা কোরাস
গাচ্ছে 'আজ আমাদের
সালেহ ভাইয়ের
বিয়ে হবে ...'
কন্যা বিয়ের
সেন্টারে স্টেজে এসে
বরও আসলেন ।
বিয়ে হল, আখি জলে বিদায়
দিলেন তার বাপ
মাকে। আসলেন নতুন
ঠিকানায়
বিকেল ৫ টা, কয়েক
ঘন্টা পরে যে কন্যার
বাসর ঘরে নতুন
আনন্দে মেতে ওঠার
কথা সে কন্যার
মোবাইলে রিংটোন
বেজে ওঠল টিং টিং...
ফোনের অপার
থেকে ভেসে আসল,
'আপনার স্বামী পুলিশ
লীগের
গুলিতে শাহাদাত বরণ
করেছেন'
সেদিন থেকে নববধুর
একটি কথাই সবাই
শুনতে পায়
'আজ
আমার বাসর রাত''
নববধুর কান্নার
আওয়াজ হয়ত
হাসিনার অন্তর ভেদ
করবেনা কিন্তু
তার
অভিশাপে হাসিনা ধংস
হয়ে যাবে ইনশাআল্লাহ.
সত্য ঘটনা অবলম্বনে গৃহিত এবং রচিত
(ফেইসবুক থেকে--)
বিষয়: বিবিধ
৬৫৫৫ বার পঠিত, ৬ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
] ] ] পিলাচ
মন্তব্য করতে লগইন করুন