কাকুর মেয়ে হাসু আমায় কথা দিয়েছে

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ২৪ ডিসেম্বর, ২০১৩, ১১:৩২:৫৯ সকাল

কাকুর মেয়ে হাসু আমায় কথা দিয়েছে

প্রেসিডেন্ট বানাইব বলে ফাঁকি দিয়েছে

মিডিয়াতে কথা বলেছি বলে এরেষ্ট করেছে।

তুমি হাসু এখন একা

আমি ও এখন একা

তোমারে না দেখলে আমার বুকে লাগে ব্যাথা।

দেশ নিয়া চুদুর বুদুর করো না ভাই

চল চল দুইজনে ভারতে চলে যাই।

ভারতে গিয়ে মোরা কামলা করে খায়।

বিষয়: বিবিধ

১৩২৪ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File