বিশ্ববেহায়া’র পর এবার ‘থুতুবাবা’

লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ২৫ নভেম্বর, ২০১৩, ১২:৪৮:৫৮ দুপুর



শিল্পী কামরুল হাসানের আঁকা ‘বিশ্ববেহায়ার’ প্রতিকৃতি হিসেবে পরিচিত সাবেক স্বৈরশাসক হুসাইন মোহাম্মদ এরশাদ আবারও প্রমাণ করলেন, এক পা কবরে গেলেও দুষ্ট লোকের স্বভাব বদল হয় না। বাংলাদেশের মানুষের গড় আয়ু ৬০-এর ওপর। হুসাইন মোহাম্মদ এরশাদ এখন ৮৩ বছরের বৃদ্ধ। কিছুদিন আগেও তিনি বিভিন্ন মিডিয়ায় দেয়া সাক্ষাৎকারে বলেছিলেন, তিনি এই বয়সে জনমতের বিরুদ্ধে গিয়ে আওয়ামী লীগের পাতানো নির্বাচনে অংশ নিয়ে বিশ্বাসঘাতক হিসেবে মৃত্যুবরণ করতে চান না। তিনি যদি এ কাজ করেন, মানুষ তার মুখে থুথু দিবে। তিনি অনেক কষ্টে স্বৈরাচারী অপবাদ মুক্ত হয়েছেন, নতুন করে বিশ্বাসঘাতক কিংবা দালাল অপবাদের কালি লাগাবেন না, দেশ ও জাতির জন্য কিছু করে ভালো দৃষ্টান্ত স্থাপন করে মরতে চান। কিন্তু তিনি এমন বক্তব্যের পর সপ্তাহ না ঘুরতেই আবার ডিগবাজি দিলেন। রাজনীতি বিশ্লেষকরা মনে করেন, তার এই ডিগবাজির কারণ তিনি দেশ ও জনগণের জন্য রাজনীতি করেন না, তার রাজনীতি দিল্লির সম্প্রাসারণবাদ জাতির ওপর চাপিয়ে দেয়ার জন্য। তিনি দিল্লির অর্থে লালিত সেবাদাস। মুখে যত কথাই বলুন না কেন, দিল্লির নির্দেশের বাইরে যাওয়ার শক্তি, সাহস ও ক্ষমতা কিছুই তার নেই।

সোনার বাংলা রিপোর্র্র্ট

বিষয়: বিবিধ

১০৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File