বাংলাদেশের কোথাও মাজারের একটি ইট ভাঙ্গা হলে আপনাদের মাদ্রাসার দশটি ইট ভাঙ্গা হবে। আমরাও ছাড় দেবনা-নজিবুল বশর ভান্ডারী
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৪ অক্টোবর, ২০১৩, ০৫:১৯:৫৬ বিকাল
হেফাজতকে নজিবুল বশর ভান্ডারী: রাজনীতি না করলে গোলযোগ পাকাবেন না
মীর মাহফুজ আনাম
ফটিকছড়ি প্রতিনিধি
চট্টগ্রাম, ১৩ অক্টোবর::হেফাজতে ইসলাম বাংলাদেশকে উদ্দেশ্য করে বাংলাদেশ তরীকত ফেডারেশন(বি.টি.এফ) এর চেয়ারম্যান নজিবুল বশর মাইজভান্ডারী বলেছেন আপনারা কার কাছ থেকে টাকা নিয়েছেন আমার কাছে তালিকা আছে । বেশি বাড়াবাড়ি করলে সব ফাঁস হয়ে যাবে। হয় রাজনীতি করুন, না হয় সরে পড়ুন। রাজনীতি না করলে অযথা গোলযোগ পাকাবেন না। বাংলাদেশের কোথাও মাজারের একটি ইট ভাঙ্গা হলে আপনাদের মাদ্রাসার দশটি ইট ভাঙ্গা হবে। আমরাও ছাড় দেবনা।
তিনি রোববার দুপুরে ফটিকছড়িতে নিজ দলের উপজেলা কাউন্সিলে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন।
নজিবুল বশর মাইজভান্ডারী হেফাজতের সমালোচনা করে বলেন, আপনাদের তের দফা আওয়ামীলীগও মানে না, বিএনপিও মানবেনা, তাহলে আপনারা কাকে ভোট দেবেন ? যদি তের দফা না মানেন, তাহলে তাদের পক্ষে ভোট দেওয়াও আপনাদের জন্য হারাম !
ফটিকছড়ির সাবেক এ সাংসদ আরো বলেন, ‘তরিকত ফেডারেশন এখনো কোন দলকে সমর্থন দেয়নি। তবে জঙ্গি, জামায়াত ও হেফাজত যেখানে থাকবে, সেখানে আমরা থাকব না।’ যে দলেই যান না কেন ফটিকছড়িসহ একাধিক আসনের প্রার্থীতা তিনি চাইবেন বলে উল্লেখ করেন।
বিষয়: বিবিধ
১৬৯৯ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন