অলৌকিকভাবে রেশমা উদ্ধার----পিতাকে পুত্র---বঙ্গবীর কাদের সিদ্দিকী বীর উত্তম
লিখেছেন লিখেছেন পত্রিকার পাতা থেকে ১৮ মে, ২০১৩, ০৭:২৯:৪৯ সন্ধ্যা
অলৌকিকভাবে রেশমা উদ্ধার
সাভার ধ্বংসস্তূপ থেকে ১৭ দিন পর রেশমা নামে এক নারী অলৌকিকভাবে জীবিত উদ্ধার হয়েছে। এখন ইলেকট্রনিক জমানা, সব জায়গায় ক্যামেরা। রেশমাকে যখন স্ট্রেচারে করে ধ্বংসস্তূপের বাইরে আনা হচ্ছিল, শত শত উদ্ধারকর্মী সমস্বরে আল্লাহ আকবর বলে ধ্বনি তুলেছিল।
কেউ তাদের আল্লাহ আকবর বলতে আগে থেকে শিখিয়ে দেয়নি। আল্লাহর তরফ থেকেই তারা আল্লাহ আকবর ধ্বনি তুলেছিল। উদ্ধারকাজটি সরাসরি অনেক মিডিয়ায় প্রচার হচ্ছিল। টিভির সামনে বসা অনেক দর্শকও আল্লাহ আকবর বলে চিৎকার করে উঠেছিল; কারণ তারা খুশি হয়েছিল। তাই পরম প্রভু আল্লাহকে শুকরিয়া জানিয়েছিল। কিন্তু কেন যেন নানা প্রশ্নে অত বড় একটি মহৎ কাজ কালিমালিপ্ত হতে চলেছে। রাস্তাঘাটে নানা কথা ছড়াচ্ছে। মেয়েটি ১৭ দিন এ রকম অনিশ্চিত অন্ধকূপে পড়ে ছিল। কিন্তু অমন টলটলে চেহারা নিয়ে বেরোলো কী করে? নতুন জামা, গলায় অমন প্যাঁচানো ওড়না? ১৭ দিনের মৃতদেহের যে কঙ্কাল বেরিয়েছে, জীবিত থাকায় রেশমা নিশ্চয়ই কঙ্কাল হতো না, কিন্তু কঙ্কালের মতো তো হতো? অমন চোখ-মুখ, অমন টলটলে হাত-পা? এটি যদি সত্যি হয়, তা হলে এ নিয়ে রিসার্চ করা দরকার। সে কিভাবে বেঁচেছে, কিভাবে সময় কেটেছেÑ এগুলো সঠিকভাবে জগৎকে জানানো গেলে ভবিষ্যতে ধ্বংসস্তূপের মধ্যে আটকে থাকা অনেকের জন্য জীবন রার এক মহাসম্পদ হবে। আর যদি এটি দেশবাসীর দৃষ্টি সরানোর কোনো অপকৌশল হয়ে থাকে তা হলে আল্লাহ তো বিচার করবেনই, তার আগেই জাগতিক বিচারের দায় থেকে, শাস্তি থেকে নাটের গুরুরা কেউ রেহাই পাবে না।
বিষয়: বিবিধ
১৮০৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন