"এটি একটি ছবি না একটি সামাজিক চিত্র"

লিখেছেন লিখেছেন সান বাংলা ১৪ মার্চ, ২০১৫, ০১:৪৯:১০ দুপুর



কিছুদিন আগে এই ছবিটা শেয়ার করেছিলাম ফেইজবুকরে একটি পেইজ থেকে।

কিছু লিখতে চেয়েছিলাম কিন্তু পাড়িনি,ছবিটা দেখে চোখের কোনায় জ্বল এসেছিল।

কিন্তু না লিখতে হবে তাই লিখছি.....

এক. কি ভাবছেন এই মহিলা আর এই মেয়েটিকে এভাবে রাস্তার ঘুম পাড়িয়ে আপনি,আমি,আমরা জান্নাতে চলে যাব?আপনি আমি হয়ত ওদের জন্য কিছুই করতে পাড়ব না,বা কিছুই করার নাই! কিন্তু আমরা?আমরা ইচ্ছা করলে পারি তাদের জন্য কিছু করতে।তাদের জন্য আমাদেরও কিছু দায়বদ্ধতা আছে।

আমি কোন ইসলামিষ্ট না কিন্তু আমাকে মহান রাব্বুল আলামিন একটি বিবেক দিয়েছেন।সেই বিবেকের তারনা থেকেই কথাটা বললাম। ওদের জন্য আমাদের যেই দায়বদ্ধতা আছে সেই কৈফিয়ত না দিয়ে আখেরাতে পাড় পাব না আমরা কেহ-ই।

দুই. মহিলার পাশে মেয়েটাকে ভালো করে লক্ষ করে দেখুন তার চুলগুলো খুব গুছানো,লালা ফিতায় চুল বাঁধা এবং কি মহিলাটা তার সর্বশেষ সমর্থ দিয়ে চেষ্টা করেছে তার মাতৃত্বকে তার মায়া মমতাকে প্রকাশ করতে যার অবদান রয়ে গেছে মেয়েটির কপালে একটি কাল কাজলের টিপ।

একজন মা শুধু নিজে না খেয়ে সন্তানকে খাওয়ান না সন্তানের ভালোর জন্য মঙ্গলের জন্য সন্তানকে খুশি রাখার জন্য যা দরকার শেষ সামর্থ দিয়ে প্রানপন চেষ্টা করেন।এজন্য-ই তিনি মা।পৃথিবিতে সন্তানের জন্য সর্ব শ্রেষ্ট নেয়ামত হচ্ছে মা।

আমরা অনেকই ব্যার্থ সেই মায়ের মন বুজতে কদর করতে।

মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়াত দান করুন।আমিন।

বিষয়: বিবিধ

১৩৫৮ বার পঠিত, ১৪ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

308852
১৪ মার্চ ২০১৫ দুপুর ০২:১৯
হতভাগা লিখেছেন : এদের দেখভালের জন্য আমরা জনপ্রতিনিধি সিলেক্ট করে দিয়েছি । উনাদেরই এদের দেখভাল করার কথা ।

উনাদেরকে চাপ দেন । উনাদের কাজ আপনি করে ফেললে উনাদের লাভই হবে । কোন কাজ না করে মাল কামানো হয়ে যাবে ।
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৪
249849
সান বাংলা লিখেছেন : বাংলাদেশের সরকারি চাকরিজীবি থেকে প্রধানমন্ত্রী পর্যন্ত কিন্তু আমাদের কর্মচারী।তাই দেশের ভালোর জন্য কর্মসুচিটা আমাদের-ই নিতে হবে।নির্বাচনের সময় এক কাপ চা একটি সিগারেট আর ৫০টাকায় মিছল,মিটিং ১০০টাকায় ভোট দিয়ে জনপ্রতিনিধি সিলেক্ট করাটা কিন্তু আমাদের-ই প্রথম ভুল।
আজকে দেশের স্বাধারন জনগনকে দেখেন দেশে কি হচ্ছে সেটা অনেকেই জানেনা।ওদের কাছে মনে হয় দেশটাও সৌরজগতের মত চলতেছে।প্রয়োজন সচেতনতা সেটা স্বাধারন জনগন থেকেই শরু হওয়া উচিৎ।
ধন্যবাদ।
308856
১৪ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৩
বাকপ্রবাস লিখেছেন : আমাদের কিছু করার ছিল
আমাদের কিছু ভাবার ছিল
আমাদের অনেক তাড়া ছিল
সবই যেন তালগোল খেল
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৫
249850
সান বাংলা লিখেছেন : আমাদের কিছু করার আছে.....
308858
১৪ মার্চ ২০১৫ দুপুর ০২:৩৬
বাংলার দামাল সন্তান লিখেছেন : ঢাকা শহরের অলি গলিতে বর্তমানে অহরহ এমন মানুষ দেখা যায়, কিন্তু আমরা দেখেও না দেখার বান করি।
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৫
249851
সান বাংলা লিখেছেন : হ্যাঁ ঠিক তাই!
308881
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৪:৫১
আফরা লিখেছেন :
মহান আল্লাহ আমাদের সবাইকে নেক হেদায়াত দান করুন।আমিন।
১৪ মার্চ ২০১৫ বিকাল ০৫:৪৫
249852
সান বাংলা লিখেছেন : ধন্যবাদGood Luck
308914
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৩৬
আবু জান্নাত লিখেছেন : এর জন্য একদিন অবশ্যই সরকারকে কেয়ামতের কাঠগড়ায় দাড়াতে হবে।
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:২৭
249998
সান বাংলা লিখেছেন : ঠিক-ই বলেছেন ভাই।
তবে আমরা সবকিছুর জন্য সরকারকে দ্বায়ী করে বসে না থাকি।
জনগন ভোট দিয়ে সরকার তৈরী করে আবার সরকারকে নামানোর জন্যও জনগনের ভুমিকাটাই প্রধান যদিও আমাদের দেশের স্বাধারন জনগন সেটা বুজতে চায় না।
ধন্যবাদ।
308917
১৪ মার্চ ২০১৫ রাত ০৮:৪৮
আবু জারীর লিখেছেন : যারা নিজেদের ইস্লামিষ্ট দাবী করে তারা কতটুকু ইস্লামিষ্ট তা জানিনা তবে মানবতার পরাজয় দেখে যাদের অন্তুর কাঁদে তারা যে শতভাগ ইস্লামিষ্ট তাতে আমার অন্তত সন্দেহ নাই।
ধন্যবাদ।
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:৩৩
249999
সান বাংলা লিখেছেন : অনেক দিন পড়ে অনেক অনেক ধন্যবাদ আবু জারীর ভাই।Good Luck
আজকে কয়টি তমিজ আর দুম্বার গোস্ত......Rolling on the Floor
308966
১৪ মার্চ ২০১৫ রাত ১১:০৮
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : এই মাত্র আসলাম চট্টগ্রাম বানিজ্য মেলা থেকে। ভিতরের বাহারি জিনিস আর বিজ্ঞাপনের রঙ্গিন চটক এর মুখে বাইরের এই দৃশ্যগুলি হারিয়ে গেছে স্মৃতি থেকে। আমরা এখন অনুভুতিহিন এক জাতি।
১৫ মার্চ ২০১৫ সকাল ১০:৩৪
250001
সান বাংলা লিখেছেন : ঠিক বলেছেন আমরা শান্তি প্রিয় কিন্তু অনুভুতিহীন!

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File