তোমার অপেক্ষায়

লিখেছেন লিখেছেন নেওয়াজ ২২ এপ্রিল, ২০১৩, ০৩:১২:৪৪ দুপুর



আসব আসব করে তুমি আসলে না কেন বল?

তোমার ব্যাথায় ঐ আকাশের চোখ যে ছলছল।

তোমার পানে চেয়ে আছে তৃষিত এই মন

ধরণীর বুকে রয়েছে যত সবুজ শ্যামল বন।

আধার করে এলে তুমি গগন জুড়ে ওই

কালো মেঘের ভেলা ভাসালে কিন্তু তুমি কই?

মেঘে মেঘে ঘর্ষণ আর আলোর ঝলকানি

আসি আসি করেও কেন আসছেনা যে পানি।

আসবে তুমি ভিজবে সবাই, ভিজবে সবুজ পাতা

সজীব হবে ফল ফসল আর মাঠের শস্য লতা।

বিষয়: সাহিত্য

১১৩৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File