সরকারী হরতাল!!!

লিখেছেন লিখেছেন নেওয়াজ ৩১ আগস্ট, ২০১৪, ০৯:৫৩:৪৯ সকাল

বর্তমান সরকারের(?) আমলে এটা প্রথম হরতাল। বাসা থেকে বের হবার সময় ভাবতেই পারিনি, এত তাড়াতাড়ি অফিসে পৌছতে পারব। পল্টনের মোড়ে দেখলাম পুলিশের প্রহড়ায় চলছে পিকেটিং। যেখানে হরতালের আগের রাত থেকেই জামায়াত শিবির কিংবা বিএনপির কর্মীদের বাসায় থাকাটাই দায় হয়ে যায় সেখানে পল্টনের মোড়ে দাড়িয়ে হরতালের সমর্থনে মিছিল সমাবেশ করাটা কিছুটা হলেও সন্দেহের সৃষ্টি করে। তবে কি শাইখ ফারুকী হত্যার প্রতিবাদে আজকের এই হরতাল সরকারী হরতাল!!!

বিষয়: রাজনীতি

১২৩৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

259927
৩১ আগস্ট ২০১৪ সকাল ১০:১১
কাহাফ লিখেছেন : ব্যাপক বিনুদন আজকের হরতালে..........।
259979
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:০১
শফিউর রহমান লিখেছেন : ছবি কই?
260018
৩১ আগস্ট ২০১৪ দুপুর ০১:৫৬
নোমান২৯ লিখেছেন : এটা বলার মত কিছু না | এটা অনুমেয় ছিল | ধন্যবাদ |

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File