মিরপুর যেন নতুন বদ্ধভুমি

লিখেছেন লিখেছেন নেওয়াজ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০২:২৪:০২ দুপুর



গত দুই সপ্তাহে মিরপুরের বিভিন্ন জায়গায় ঘটেছে বেশ কয়েকটি তথাকথিত 'বন্দুক যুদ্ধের' ঘটনা। পুলিশের বিবৃতিতে জানা যায় বেড়িবাধে 'বন্দুকযুদ্ধে' নিহত হয় তিতুমীর কলেজের ছাত্র ছাত্রদল কর্মী আরিফ এবং ঢাকা কলেজের ছাত্র শিবির কর্মী এমদাদুল্লাহ। এরপরই পূর্ব মণিপুরে পুলিশের গুলিতে নিহত হয় একজন শ্রমিক। পুলিশের অভিযোগ গভীর রাতে টহল গাড়িতে ককটেল নিক্ষেপ করেন তিনি। একই সময় ভাষানটেকে পাওয়া যায় আলআমিন নামে আর একজনের গুলিবিদ্ধ লাশ। এক্ষেত্রেও পুলিশ একই বিবৃতি দেয়। গতকাল রাতে তালতলার নতুন রাস্তায় পুলিশের বিবৃতি অনুযায়ী আবারও 'বন্দুক যুদ্ধে' নিহত হয়েছেন শিবির নেতা জসিম উদ্দীন। যিনি কাজী পাড়া মাদ্রাসায় কামিলের ছাত্র। পুলিশ তাকে আগের দিন শ্যামলী থেকে প্রেফতার করেন। আজও কালশীতে পাওয়া গেছে আরও একজন হতভাগ্যের লাশ যার পরিচয় এখনও পাওয়া যায়নি। একাত্তরে মুক্তিযুদ্ধের সময় মিরপুরের বিভিন্ন এলাকায় বদ্ধভুমি গড়ে তুলেছিল পাকসেনা এবং তাদের দোসররা। আজ এত বছর পর স্বাধীন বাংলাদেশেও একই ঘটনার পুনরাবৃত্তি ঘটে চলেছে।

বিষয়: রাজনীতি

১৩৩৪ বার পঠিত, ৬ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303652
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৫০
হতভাগা লিখেছেন : বদ্ধভূমি রিটার্নস্‌ ( দ্যা রিভেনজ )
303669
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৪:৩২
অনেক পথ বাকি লিখেছেন : আন্দোলন করলে দুই একটা মরবেই।
303675
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৩০
রিদওয়ান কবির সবুজ লিখেছেন : দেশটাই আজ বধ্যভুমি!
303686
০৯ ফেব্রুয়ারি ২০১৫ বিকাল ০৫:৫১
মোঃ আবু তাহের লিখেছেন : এটা গৃহ যুদ্ধের পূর্বাভাস নয়তো!
303697
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সন্ধ্যা ০৭:৪৪

A PHP Error was encountered

Severity: Notice

Message: Undefined offset: 10348

Filename: views/blogdetailpage.php

Line Number: 764

"> মুক্তিযুদ্ধের কন্যা লিখেছেন :
303744
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৪:১২
শেখের পোলা লিখেছেন : যারা মুক্তিযুদ্ধ দেখননি তাদের জন্য প্রাকটিক্যাল দেখানো হচ্ছে৷ ওরাছিল বিদেশী আর এরা দেশী৷ তবে অস্কারটা এরাই পাবে৷

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File