প্রযুক্তি

লিখেছেন লিখেছেন নির্ভীক সৈনিক ওমর ২২ এপ্রিল, ২০১৩, ০২:৫৭:৪৬ দুপুর

গুগল গ্লাস প্রযুক্তি জগতে ১ বিস্ময়কর আবিষ্কার।(অজানা­দের জন্য )বর্তমানে কত অজানা কিছু আবিষ্কার হচ্ছে অনেক কিছুই ধারণার বাইরে,এবার গুগল নিয়ে আসল এমন একটি চশমা যা দারা নিচে দাওয়া সুবিধাগুলা পাবেন।::.চোখের পলকে ছবি তলার সুবিধা।::.অডিও-ভিডিও কল করার সুবিধা।::.ভ্রমনে পথ নির্দেশন করবে।::.বন্ধুর সাথে যোগাযোগের মাধ্যমহিসাবে কাজ করবে।::.রিমাইন্ডার।::.আবহাওয়া পূর্বভাস সম্পর্কে জানা ।::.বার্তা আদান প্রদান: স্মার্টফোনের বার্তা চলে আসবে আপনার এই গ্লাসে। তবে এই বার্তা আপনি কষ্ট করে না পড়লেও চলবে। বিল্টইন সংয়ক্রিয় পাঠ ব্যবস্থা আপনার বার্তা আপনাকে পাঠ করে শুনাতে পারবে।::গুগল গ্লাস ইনফো:::::.ডিসপ্লে: উচ্চ রেজ্যুলেশনের ডিসপ্লে। যা ২৫ ইঞ্চি উচ্চ রেজ্যুলেশনের স্ক্রিণের সমতুল্য।::.ক্যামেরা: স্থিরচিত্র- ৫ মেগাপিক্সেল এবং ভিডিও- ৭২০ পি।কানেক্টিভিটি: ওয়াই-ফাই, ব্লুটুথ।::.স্টোরেজ: ১২ গিগাবাইট ব্যবহারযোগ্য মেমোরি। সাথে গুগল ক্লাউড ::.স্টোরেজ ব্যবহারের সুযোগ।::ব্যাটারি: সাধারণত একদিন ব্যাটারি ব্যাকআপ পাওয়া যাবে। তবে বিশেষ ::ফিচার যেমন- হ্যাং আউট এবং ভিডিও রেকর্ডি করলে দ্রুত ব্যাটারি শেষ হয়সতে পারে।::যে সব ডিভাইস সমর্থন করবে: যে কোনো ব্লুটুথ সংযোগ থাকা সেলফোন। তবে পুরো ফিচার উভোগ করার জন্য স্মার্টফোনে কমপক্ষে অ্যান্ড্রয়েড ৪.০.৩ (আইসক্রিম স্যান্ডউইচ) অথবা উচ্চতর সংস্করণ থাকতে হবে

বিষয়: বিবিধ

৯৭৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File