আমার মায়ের মন মোঃ কাওছার উদ্দিন চৌধুরী
লিখেছেন লিখেছেন সৈয়দ মোহাম্মদ আলী কবির ০৯ এপ্রিল, ২০১৩, ০৮:৩৪:১১ রাত
আমার মায়ের মন
মোঃ কাওছার উদ্দিন চৌধুরী
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
আসমান সুন্দর
জমিন সুন্দর
সুন্দর সবার মন,
তার চেয়েও বেশি সুন্দর
আমার মায়ের মন।
চাঁদ সুন্দর
পুর্নিমাতে
আকাশ সুন্দর তারা,
আমার মায়ের
হৃদয়খানি
ভালবাসায় ভরা।
জায়নামাজে আমার মা
কপাল সিজদায় ছোয়া,
আমার জন্য
করতে আছে
সবার সেরা দোয়া।
ঘরে বাইরে
মা জননী
করছে পায়চারী,
সন্তান যে
কবে ফিরবে গৃহে
একটু তাড়াতাড়ি।
দুঃখ ব্যাথা
যতই থাকুক
হাত বুলালে মাথায়,
আমার মায়ের
একটু স্নেহে
হারিয়ে যায় তা কোথায় ?
জগৎ সেরা আমার মা
বলবো নির্দ্বিধায়,
সুখে শান্তি বেঁচে আছি
আমার মায়ের দোয়ায়।
,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,,
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন