সরকার রেডী, আপনি রেডীতো ?

লিখেছেন লিখেছেন ভিন্নমত ০৯ এপ্রিল, ২০১৩, ০৮:৫৬:০৭ রাত

সরকার ভাল ভাবেই সব গোছগাছ শেষ করেছে । বি এন পি র সকল নেতা জেলে, যা ২/১ টা বাহিরে আছে তারাও ভেতোরে যাওয়ার প্রস্তুতি নিচ্ছে । মামলার পর মামলা দিয়ে তাদের মনোবল নড়েবড়ে । মামলা গুলোর রায় হলে বেহেস্তে জাওয়ার আগ পর্যন্ত তাদের জেলেই থাকতে হবে মনে হয় ।

কেয়ার টেকার না হলে ইলেকশন করবেনা বি এন পি। সরকার কেয়ার টেকার করবে না, বি এন পি ও ইলেকশন করবেনা । ইলেকশন ঠেকানোর ক্ষমতা বি এন পি র নাই ।

যে জামাতের উপর ভরসা করে আন্দোলন করছে, তার অবস্থা ভালো নয়। অন্য অনেক বিষয়য়ের মতো সরকার আদালতের মাধ্যমে জামাত- শিবির নিষিদ্ধ করবে । নিষিদ্ধের পর শুরু হবে আসল দমন পীড়ন ।

ভোটের হিসাবের জন্য সরকার এতোদিন জামাত নিষিদ্ধ করতে দেরী করেছে। সরকার ভেবেছিল সব জামাতিরা তাদের ভোট বি এন পি র বাক্সে ফেলবে, বি এন পি ও নাই ভোটের চিন্তাও নাই ।

সব হিসাব ঠিক থাকলে খালেদা জিয়া গ্রেফতার হবেন যথা শীঘ্রই ।

বিষয়: বিবিধ

১২০২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File