বছরের শুরুতেই হতাশা এবং একপ্রকার মনক্ষ্ট নিয়েই আমাদের কাজ শুরু

লিখেছেন লিখেছেন সৈয়দ মোহাম্মদ আলী কবির ০৩ জানুয়ারি, ২০১৪, ১২:৩২:১৭ দুপুর

গতকাল ০২/০১/১৪ শিশুদের হাতে পৌঁছে গেছে বই। রুটিন অনুযায়ী পাঠদান শুরু হবে বিদ্যালয়ে। শিক্ষকগণ শিশুদেরকে মানুষের মত মানুষ হিসেবে গড়ে তুলার জন্য নিবেদিত প্রাণ হয়ে কাজ করেছেন এবং করবেন।

কিন্তু বিগত দিনে আশা জাগানীয়া আন্দোলন এবং সরকারের ঘোষণা যেন অন্ধকারে হারিয়ে যাচ্ছে। কেউ কেউ বলছিলেন, "নাই মামুর চেয়ে কানা মামুই ভাল"। কিন্তু কিছুই যেন হলোনা বা হচ্ছে না। এদিকে ছুটির তালিকায় হঠাৎ করে বিদ্যালয়ের সময়সীমা বাড়িয়ে দেয়া হলো। প্রথম প্রথম এ বিষয়ে অনেকে কথা বললেও এখন আর কেউ তেমন কথা বলছেন না।

দেখা যাচ্ছে, আমরা বছরের শুরুতেই হতাশা এবং একপ্রকার মনক্ষ্ট নিয়েই আমাদের কাজ শুরু করলাম।

বিষয়: বিবিধ

১৩৭২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File