প্রাথমিক সমাপনী পরীক্ষা, এ কেমন পরীক্ষা !!!!!!!!!!

লিখেছেন লিখেছেন সৈয়দ মোহাম্মদ আলী কবির ২৬ নভেম্বর, ২০১৪, ০৮:০৯:৩২ সকাল

অনেকেই প্রশ্ন আউট নিয়ে সমালোচনা করছেন, আমিও করেছি। অনেকেই এই আউট হওয়া প্রশ্নকে গুরুত্ব দেন নাই, আমিও প্রথমে দেই নাই। অনেকেই আউট হওয়া প্রশ্ন নিজের সন্তানকে দেয়াকে খারাপ দৃষ্টিতে দেখেছেন, আমিও প্রথমে খারাপ দৃষ্টিতে দেখেছি।

মাননীয় ডিজিটাল প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রী মহোদয় বলেছেন কোন জেলা প্রশাসক তাঁকে অভিযোগ করেন নাই এবং তিনি প্রশ্ন আউট হয়েছে মের্মে প্রমাণ পান নাই। অথচ ফেইসবুক খুললেই আউট হওয়া প্রশ্ন এখন অপেন পাওয়া যায়। না চাইতেই, বিশ্বাস না করতেই, গুরুত্ব না দিতেই ১০০% অথবা ৯৯.৯৯% কমনের নিশ্চয়তা দিয়ে বলা হচ্ছে.................। এই সুবাদে পরীক্ষার অনেক আগেই আমাদের কোমলমতী শিশুদের হাতে পৌছে যাচ্ছে........ (সর্ট সাজেশন)। এতে অপেক্ষাকৃত অনেক দুর্বল ছাত্রই ফলাফলের দিক দিয়ে অপ্রত্যাশিত এগিয়ে যাবে এটাই স্বাভাবিক।

এমতাবস্থায় আমি যদি আমার শিশুর আরও একটু সাহস বাড়িয়ে দেয়ার জন্য ওদের প্রস্তাবমত লাইক এবং শেয়ার করি তাহলে কি আমি অনেক বড় দোষী হয়ে গেলাম ?

বিষয়: বিবিধ

১৬৯৯ বার পঠিত, ৩ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

288150
২৬ নভেম্বর ২০১৪ সকাল ০৮:২৪
হতভাগা লিখেছেন : এর প্রভাব আগামী ১০-১৫ বছর পর বোঝা যাবে । ৯০% এর উপরে পাশের হার !
288219
২৬ নভেম্বর ২০১৪ সকাল ১১:৫২
288299
২৬ নভেম্বর ২০১৪ দুপুর ০২:১৩
তোমার হৃদয় জুড়ে আমি লিখেছেন : মেধা ধ্বংসের কারিগর বানানো হচ্ছে ছাত্রদের।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File