সাদা মেঘের দ্বীপ
লিখেছেন লিখেছেন উম্মে আব্দুর রহমান ০৩ জানুয়ারি, ২০১৪, ০২:৫৭:১৮ দুপুর
নীল আকাশে নীলের দেশে
ঝলমলে নীল পরী,
সাদা সাদা মেঘের মাঝে
খেলছে লুকোচুরি
রাত এলেই নীল পরীরা
তারার বাতি জ্বেলে,
নেমে আসে সবুজ মাঠে
ডানা দু’টি মেলে।
পরীর দেশের রাজকন্যা
মেঘের ভেলায় ভেসে,
ফুলপরীদের ঘুম ভাঙ্গিয়ে
যায় চলে নিজ দেশে।
টুকটুকে লাল সূর্যিমামা
নীল আাকাশের টিপ,
নীল আকাশে নীলের দেশে
সাদা মেঘের দ্বীপ।
বিষয়: বিবিধ
৯৫১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন