স্বপ্ন দেখো স্বপ্ন দেখাও

লিখেছেন লিখেছেন উম্মে আব্দুর রহমান ০৩ জানুয়ারি, ২০১৪, ১২:২৩:৪৮ দুপুর

স্বপ্ন নামের নকশী কাঁথা-

ছড়িয়ে দাও;

নীল আকাশের গায়ে,

লক্ষ্য নামের বৈঠা হাতে-

সাহস নিয়ে;

উঠো জীবন না'য়ে।

হয়তোবা আজ ছোট্ট তুমি-

কালকে হবে;

অনেক অনেক বড়,

জ্ঞানের আলো বক্ষে জ্বেলে-

আগে তোমার;

নিজের জীবন গড়ো।

দু'চোখ ভরে স্বপ্ন আঁকো-

স্বপ্ন নিয়ে;

লক্ষপানে ছুটো,

হতাশ হৃদে আশা জাগাও-

দু'চোখে দাও;

স্বপ্ন মুঠো মুঠো,

দেশকে তুমি ভালবাসো-

দেশের তরে;

বিলিয়ে দাও প্রাণ,

ফুলের মতো ফুঁটো তুমি-

উদারভাবে;

ছড়িয়ে দাও ঘ্রাণ।

বিষয়: বিবিধ

১০৬৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File