মুসলমানদের ক্যাসাল কি আজাইরা !!!!
লিখেছেন লিখেছেন মোহাম্মদ নূর উদ্দীন ০৩ জুলাই, ২০১৪, ১১:০৩:৫৭ সকাল
সেই ছোট্ট বেলা থেইকাই দেইখা আইতাছি মসজিদে নামাজের চিরস্হায়ী ক্যালেন্ডার ঝুলান ! কাউরে কোনদিন টু-শব্দ করতে শুনি নাই ! সবাই বিশ্বাস করে সেই টাইম-ট্যাবলে ! যাউগ্গা সেই সব কথা !
চন্দ্র-সূর্য ইত্যাদি নাকি সেই অনন্তকাল ধরে একি নিয়মেই ঘুরে আসছে ! মানে যে যেভাবে ঘূর্নায়মান ও ধাবমান, ঘুরেই চলছে ! মুসলমানরা সূর্যোদয় ও সূর্যাস্তের সময় ঘড়ি দেখেই বিশ্বাস করে আর নামাজের সময়ের হিসাব-নিকাষ করে । সেহরীর সময় শেষ কিনা এখন আর কেউ হাতের লোমের দিকে বা পূর্বাকাশে তাকিয়ে বুঝার চেষ্টা করেনা । সূর্যাস্ত হল কিনা সূর্যের দিকে তাকিয়ে এখন আর বুঝতে হয়না !
যেহেতু চন্দ্র-সূর্য একি নিয়মেই আবর্তিত হচ্ছে, অতএব চিরস্হায়ী ক্যালেন্ডার করা যাবে ! কিন্তু রোজা বা ঈদের খুশীতে এ নিয়ম চলবেনা !!!? খালি চোখে চন্দ্র দর্শন হতেই হবে ! ভাল কথা যেহেতু রাসুল সাঃ বলেছেন, আমরা চন্দ্র মাসের গননা জানিনা তাই এভাবে কর । কিন্তু এখনতো শুধু মাসের গননা নয়, দিনক্ষন-ঘন্টা-মিনিট-সেকেন্ড হিসেব করেই ইফতার-সেহরী-নামাজ ইত্যাদি পড়া হয় ।
ে এখনতো মুসলমানরা গননা করতে শিখেছে ! তাহলে একসাথে ঈদের খুশী করতে কেন শিখলনা । কেন কেউ চিরস্হায়ী ক্যালেন্ডার, কেউ খালি চোখ, কেউ এস্ট্রোনমির থিউরি দেয়ে বিভিন্ন দিন ঈদ করবে ।
রাসুলুল্লাহ সাঃ কি বিভেদ তৈরী করে আলাদা-আলাদাভাবে বিভিন্ন দিনে ঈদের খুশী করতে বলেছেন ???? না বলে থাকলে সমাধান হয়না কেন ? আমাদের ঘাড়ের রগ কি বেশী ত্যাড়া !! নাকি এতেই মুসলমানদের কল্যান !!!
বিষয়: বিবিধ
১০২১ বার পঠিত, ১ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন