২৪ ঘন্টার মধ্যে শাহবাগ সর্বসাধরণের জন্যে খুলে দিতে উকিল নোটিশ!
লিখেছেন লিখেছেন মুক্তমন ০৪ মার্চ, ২০১৩, ১১:২৪:২৯ রাত
ঘটনা--এ্যাডঃএখলাসউদ্দীন ভূইঞা নামে জনৈক আইনজীবি ২৪ঘন্টার মধ্যে শাহবাগ রাস্তা খুলে দিতে উকিলনোটিশ প্রদান করেছেন যথাযথ কর্তৃপক্ষের কাছে।দুদিকে দুটো বড় হাসপাতাল তাই জনস্বার্থে সর্বসাধারণের জন্যে খুলে দেবার এ আইনী নোটিশ পাঠিয়েছেন-আমার বিশ্বাস একটা আইনী ব্যবস্থা শুরু হলো অবশ্যই কাজ হবে।
বিষয়: বিবিধ
৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন