মায়ের আদর ৷

লিখেছেন লিখেছেন মোনের কোঠা ০৪ মার্চ, ২০১৩, ১০:৪৯:৩৫ রাত

মায়ের আদর ৷

মায়ের আঁচল , মায়ের স্মৃতি ,

সে যে আমার প্রানের গীতি !

এত যত্ন , এত আদর ,

বুকের ভেতর দিচ্ছে মোচড় ৷

জন্ম থেকে বুকে নিয়ে ,

খাওয়া নিদ্রা হারাম করে ,

মানুষ করেছ আমায় ওরে !

দূর বিদেশে তোমায় ছেড়ে ,

মনটা আমার কেদে মরে ৷

ইচ্ছে করে ডানা মেলে ,

পাখির মত উড়াল দিয়ে ,

সাত-সমুদ্র পারি দিয়ে ,

ফিরে আসি তোমার কোলে !

বিষয়: বিবিধ

১১২২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File