যারা পুলিশের বাধা পেয়ে ইটপাটকেল ছুড়ে তাদেরকে জঙ্গী আর যারা ঈমান-দেশ ধ্বংসের ষড়যন্ত্রী তারা হচ্ছে সঙ্গী...কেন?
লিখেছেন লিখেছেন মুক্তমন ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪১:৫১ সন্ধ্যা
আল্লাহ-রসুল-কোরআন-সুন্নাহ-ইসলাম নিয়ে কটুক্তিকারী
কতিপয় ব্লগারের ছদ্যাভরণে মহান মুক্তিযুদ্ধের পক্ষ-বিপক্ষ ইসূটিকে সামনে এনে দেশটাকে ভয়াবহ সংকটের দিকেই ঠেলে দিচ্ছে!
সারা দেশে মুসুল্লীদের ইসলামী আক্বীদাবিরোধী প্রতিবাদে পুলিশী গুলি বর্ষন-লাঠিচার্জ!সত্যি দুঃখজনক এবং বিস্ময়কর! ইতোমধ্যেই বেশ ক-জন নিহত হবার খবর পাওয়া গেছে!কিন্তু কেন?
যুদ্ধাপরাধির ইসূ্তে বাম-নাস্তিকরা পুলিশী পাহাড়ায় জমায়েত হয়ে ইসলামী রাজনীতি নিষিদ্ধের দাবী তুলছে-এমনকি বিচারকের দেয়া রায় কি হবে তাও নবজাগরণের ব্যানারে বলে দিচ্ছে। আর যারা পুলিশের লাঠিচার্জ-গুলীবর্ষনের জবাবে নিরুপায় হয়ে অসহায়ের মত মার খেতে খেতে ইটপাটকেল ছুড়ে তাদেরকে জঙ্গী আর যারা ঈমান-দেশ ধ্বংসের ষড়যন্ত্রী তারা হচ্ছে সঙ্গী।
একদিকে সাধারণ মুসুল্লীদের গণদাবীর স্বতষ্ফূর্ত বিশাল জমায়েতে পুলিশী বাধা, অপরদিকে পুলিশের পাহারায় স্কুলে-কলেজে নোটিশ দিয়ে,টাকা দিয়ে দিয়ে লোক জমায়েত করার অপপ্রয়াস--এসব কেন?সচেতন দেশপ্রেমিক বিবেকবানদের কাছে বিনীত জিজ্ঞাসা।
বিষয়: বিবিধ
৮৯৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন