গনো জাগরন কোনটা ? সাহবাগের নাস্তিক্ চক্রদেরটা , নাকি মসজিদ থেকে বের হওয়া আন্দোলন ?
লিখেছেন লিখেছেন মাহমুদ১৩ ২২ ফেব্রুয়ারি, ২০১৩, ০৬:৪৪:৪৮ সন্ধ্যা
অনলাইন অ্যাক্টিভিস্ট নেটওয়ার্কের ব্যানারে শাহবাগে বিভিন্ন দাবিতে চলমান আন্দোলনের নামে মহান আল্লাহ, মহানবী হজরত মোহাম্মাদ (সা), তাঁর স্ত্রী হজরত খাদিজা (রহ), সাহাবী, ইসলামের বিভিন্ন ইবাদত, পরিভাষা ইত্যাদি নিয়ে অকথ্য ও অপ্রকাশযোগ্য ভাষায় গালাগাল, কুত্সা, অশ্লীল ও বানোয়াট কাহিনী নিয়মিত লিখে তা প্রচার করছে।
মতামত প্রকাশ করার অদিকার সবারই আছে তবে ৯০ ভাগ মুসলমানের দেশে কীভাবে কিছু নাস্তিক দেশের বৃহত্তর জনগোষ্ঠীর অনুভূতি নিয়ে তামাশা করতে পারে, তা সত্যিই বিস্ময়কর।
ইসলাম ও নবীর দুশমন নাস্তিক ব্লগারদের গ্রেফতার, ইসলামবিরোধী সব ওয়েবসাইট বন্ধ ও ব্লাসফেমি আইন প্রণয়নের দাবিতে সারাদেশে আজ জুমার নামাজের পর বিক্ষোভ সমাবেশের ডাক দিয়েছে ।
জুমার নামাজ আদায় শেষে ঈমানদার তৌহিদি জনতা বিক্ষোভ করার সময় আওয়ামী লীগ ও পুলিশ তাতে বাধা দেয় এবং এসময় পুলিশ ব্যাপক টিয়ারশেল, রাবার বুলেট ও ফাঁকা গুলি ছোড়ে এতে বহু মুসল্লি আহত এবং নিহতের ঘটনা ঘটে ।
এখন জানার কথা হল আসল গনো জাগরন কোনটা ?
বিষয়: রাজনীতি
১৬৩৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন