আমি খুব চিন্তিত/বিস্মিত....এখন কি করব?
লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৫:২১:০৮ বিকাল
আন্দোলনে শাহবাগে গিয়েছিলাম। দেশের স্বার্থে ,যদি কিছু লোকের ফাসির মাধ্যমে দেশ কলংকমুক্ত ও বিভাজন হতে মুক্তিপায় তাহলে দেশের ভাল হবে। কিন্তু এখন আন্দোলনের মুল নেতৃত্বকারীদের ইসলাম ধর্মের উপর যে নেতিবাচক মনোভাব দেখতেছি, তাতে আমি একজন মুসলিম হয়ে কেমন করে যাব? খুব হতাশার মাঝে আছি,এখন কি করব ভাবতে পারছিনা। ভাবছি আর ইন্টারনেট ব্যবহার করব না। please আপনার মতামতটা দিন ,আমি/আমরা এখন কি করতে পারি।
বিষয়: বিবিধ
১৫২৪ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন