শাহবাগের আন্দোলন এবং আমার এক ছাত্রলীগ বন্ধুর বক্তব্য (সম্পূর্ন সত্য ঘটনা)।

লিখেছেন লিখেছেন শেখ মাহমুদ ১৬ ফেব্রুয়ারি, ২০১৩, ১১:৫৫:৪০ রাত

আমি একজন জগন্নাথ বিশ্ববিদ্যালয়ের ছাত্র। আপনারা জানেন আমাদের বিশ্ববিদ্যালয়ের ছাত্ররা এই আন্দোলনে গুরুত্বপূর্ন ভূমিকা রাখছে। আমি নিজে ও ২ দিন আন্দোলনে শরিক হয়েছি।

আন্দোলনের ৪র্থ দিন ভার্সিটি হতে বাস আসছে শাহবাগের উদ্দেশে। আমি ইচ্ছা পোষন করলাম আমি আসবো। হঠাৎ করে আমার ক্লাসের বন্ধুর সাথে কথা হল শাহবাগে যাওয়ার বিষয়ে।আগেই বলে রাখি আমার এই বন্ধু ছাত্রলীগের একজন অন্যতম নেতা। শাহবাগ বিষয়ে সে আমাকে উত্তর দিল "আমি কি করতে যাবো, ঐখানে তো টাকা দিয়ে লোক ভাড়া করে দিয়েছি, ২৪ ঘন্টা ১০০০ টাকা করে"

আমি বিস্মিত হলাম, বললাম তুই এ কি বলিস, সে উত্তরে আমাকে বলে, বন্ধু আমি নিজে ১০ জনকে এনে দিছি।

মনের কষ্টে আমি আর ঐ জায়গায় যায়নি।

বি:দ্র: জানি না আপনারা এটাকে কিভাবে নিবেন-তবে আমার মায়ের কসম এই সম্পূর্ন সত্য।

বিষয়: বিবিধ

১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File