ইসলাম বিদ্বেষী ব্লগারদের শাস্তির দাবিতে কানাডার টরন্টো শহরের ডান্ডাস এন্ড পার্লামেন্টে মানব বন্ধন অনুষ্টিত ।

লিখেছেন লিখেছেন মুসাফির ১১ মার্চ, ২০১৩, ১০:৫২:২৬ সকাল



বাংলাদেশের ইসলাম বিদ্বেষী কিছু ব্লগার কর্তৃক আল্লাহ ও তার রাসুল সাঃ এর বিরুদ্ধে যে কটুক্তি করে, আজ সারা বিশ্বের মুসলিম জনতা এর প্রতিবাদে সোচ্চার ।এরই অংশ হিসাবে কানাডার টরন্টো শহরে আজ ১০ মার্চ "জাগ্রত মুসলিম জনতা" টরন্টো এর উদ্যোগে টরন্টোর ডান্ডাস এন্ড পার্লামেন্টে এক মানব বন্ধন অনুষ্টিত হয় ।সংগঠনের কনভেনার বিশিষ্ট ব্যবসায়ী রফিকুল হকের সভাপতিত্তে ও কো-কনভেনার রুহুল আমীনের পরিচালনায় উক্ত মানব বন্ধনে বক্তব্য রাখেন বিশিষ্ট সমাজ সেবক হায়াতুন নবী, কমিউনিটি লিডার হেলাল চৌধুরী, মাওলানা আব্দুল বাছিত, ইন্জিনিয়ার বশির আহমেদ, শামীম আহমদ, আব্দুর রহীম, হাফিজ আবুল কালাম আযাদ, শেখ মোহাম্মদ পল্টু, জাকির খান, আলী আল মা'রুফ, আনোয়ার জায়গিরদার প্রমুখ । বক্তারা বলেন নব্বই ভাগ মুসলমানের দেশ বাংলাদেশে আল্লাহ এবং তার রাসুল সাঃ কে নিয়ে যারা কুটুক্তি করে শেখ হাসিনার সরকার তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে বরং যারা এর প্রতিবাদ করছে তাদের উপর পুলিশ ও দলের কেডার বাহিনী দিয়ে নির্যাতন চালাচ্ছে । বক্তারা বলেন আল্লাহ ও রাসুল সাঃ হচ্ছেন আমাদের ঈমান ; আমাদের ঈমানের উপর আঘাত আসবে আর আমরা বসে থাকবো তা হতে পারেনা । সরকার যদি এ সকল নাস্থিক মুরতাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে আমরা মনে করবো এর পিছনে সরকারের মদদ রয়েছে। যুগে যুগে যারা আল্লাহ ও তার রাসুলের বিরুদ্ধে অবস্থান নিয়েছিল তারা সবাই ইতিহাসের আস্তাকুড়ে নিক্ষিপ্ত হয়েছে । বর্তমান শেখ হাসিনার সরকার যদি তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নেয় তাহলে এর ব্যতিক্রম হবেনা । গত ২৮ ফেব্রুয়ারী বাংলাদেশে যে নারকীয় হত্যাযজ্ঞ চালানো হয়েছে গনতান্ত্রিক কোন দেশে এটা নজির বিহীন ,সররকারের পুলিশ বাহিনী নিরীহ জনতার উপরে যেভাবে গুলি চালিয়ে গত এক সপ্তায় শতাধিক ধর্মপ্রাণ মুসলানকে হত্যা করেছে তার নিন্দা জানানোর ভাষা আমাদের নাই ,এ হত্যাযজ্ঞ থেকে আলেম ওলামা মসজিদের খতিব ,নারী শিশুও কেহই রেহাই পাচ্ছেনা । এমনকি পুলিশ নির্দয় ভাবে হাত কড়া লাগানো অবস্থায় মাথায় ও পায়ে পিস্তল ঠেকিয়ে গুলি করে হত্যা বা জীবনের মত পংগু করে দিচ্ছে কাউকে যা মানবাধিকারের চরম লংঘন। । আমরা সরকারকে অনুরোধ করবো এ আত্বঘাতি খেলা বন্ধ করুন ।আমরা প্রবাসীরা মাথার ঘাম পায়ে ফেলে দেশের অর্থনীতির উন্নতি সাধন করছি । বাংলাদেশ ষোল কোটি মানুষের সম্পদ ,এদেশকে ধ্বংস করার কার অধিকার নেই । বক্তারা অনতিবিলম্বে ধর্মদ্রোহীদ নাস্তিকদের দৃষ্টান্ত মুলক শাস্তি দান ,হত্যাযজ্ঞ বন্ধ করে মানুষের জানমালের নিরাপত্তা বিধান ,এবং যে সকল পুলিশ ও দলীয় কেডার নিরীহ মানুষকে হত্যা করেছে তাদের বিরুদ্ধে দৃষ্টান্ত মুলক শাস্তির জোর দাবী জানান। বাংলাদেশে এর প্রতিবাদ করতে গিয়ে যে সকল আলেম ওলামা ও সাধারণ ধর্মপ্রাণ মুসলমানকে বন্দী করে জেলে আটকিয়ে রাখা হয়েছে বক্তারা তাদের সকলের নিঃশর্ত মক্তি দাবি করেন । উক্ত মানব বন্ধনে বিপুল সংখ্যক নারী, পুরুষ ও শিশুরা যোগদান করে এবং বিভিন্ন শ্লোগান সম্বলিত প্লেকাড ও ফেস্টুন তারা বহন করেন । এতে বাংলাদেশী ছাড়া ও মিশর ,আফ্রিকা, সুদান ,সোমালিয়া ও নাইজেরিয়া সহ বিভিন্ন দেশের নারী পুরুষরা উপস্থিত ছিলেন । সব শেষে বাংলাদেশ সহ মুসলিম বিশ্বের শান্তি ও সমৃদ্ধি কামনা করে মোনজাত করা হয়, মোনাজাত করেন মাওলানা মাহফুজুর রহমান ।

ছবি নিচের লিংকে-





বিষয়: বিবিধ

১১৩৯ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File