তা হলে মনে হয় আপনি জামায়াত করেন !

লিখেছেন লিখেছেন মুসাফির ২৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:১৭:৪৭ সকাল

গতকাল আওয়ামী এক নেতার সাথে আলাপ হল- ব্লগার রাজিবের আল্লাহ,রাসুল, নামাজ ,রোজা ,ঈদ ,সাহাবী ইত্যাদি বিষয়ে কটুক্তি করা প্রসংগে- আমি তাকে বললাম আপনারা বলছেন রাজিব এটা করেনাই এটা জামায়াত শিবির করে তার নামে চালিয়ে দিয়েছে ! এটা যদি সত্যিই হয়ে থাকে তাহলে মিডিয়াতে ওটা প্রকাশ করেন না কেন আপনাদের তো মিডিয়ার অভাব নেই এবং সরকারের পক্ষে এটা বের করা কোন কঠিন কাজ নয় । জবাবে তিনি বললেন "এটা একটি কঠিন কাজ সময় সাপেক্ষ ,সরকার এটা বের করবে তবে সময় লাগবে "

আমি বললাম রাজিব মারা যাওয়ার অনেক পরে ফেইসবুকে "ফারাবী" নামে এক ব্যক্তি মন্তব্য করেছিল রাজিবের বিরুদ্ধে সরকার দেখি খুব তাড়া তাড়ি তাকে শনাক্ত করে গ্রেপ্তার করল এবং চার দিনের রিমান্ডে নিল ,এটা কেমনে বেরকরতে পারল ?

তিনি আমতা আমতা করে বললেন জি..এটা বাংলাদেশে ছিল বলে এজন্য তাড়াতাড়ি বের করতে পেরেছে রাজিবেরটা দেশের বাহিরে থেকে করা হয়েছে তো তাই এটাতে সময় লাগবে !

আমি বললাম তাহলে এটা যে জামায়াত শিবির করেছে এটা বের করলেন কিভাবে ?

তিনি থতমত খেয়ে গেলেন এবং আমতা আমতা করে বললেন "ও----অ তাহলে মনে হয় আপনি জামায়াত করেন "

আমি কিছু বলতে চাইলাম কিন্তু তিনি আমাকে কোন কথা বলার সুযোগ না দিয়ে কেটে পড়লেন ।

আমি বললাম ভাই শুনেন ..ঐযে ভাই শুনেন ...এক সময় চোখের আড়াল হয়ে গেলেন ।

বিষয়: বিবিধ

১০০৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File