ইসলামী ঐক্যজোট চেয়ারম্যান লতিফ নেজামী গ্রেপ্তার
লিখেছেন লিখেছেন মুসাফির ২৬ ফেব্রুয়ারি, ২০১৩, ০৭:৫৩:২৪ সন্ধ্যা
ইসলামী ঐক্যজেটের (একাংশ) চেয়ারম্যান মাওলানা আব্দুল লতিফ নেজামীকে গ্রেপ্তার করা হয়েছে। মঙ্গলবার সন্ধ্যা সোয়া ৬টার দিকে দলের পল্টন মহানগরীর কার্যালয় থেকে তাকে আটক করে গোয়েন্দা পুলিশ (ডিবি)।
দলটির প্রচার সম্পাদক মাওলানা আবদুল্লাহ ওয়াসেল আরটিএনএন-কে খবরের সত্যতা নিশ্চিত করেছেন।
তিনি বলেন, ‘দুটি সাদা মাইক্রোবাসে করে ঢাকা মহানগর গোয়েন্দা পুলিশের প্রায় ২০ সদস্যের একটি দল সন্ধ্যায় কার্যালয়ের সামনে আসেন। পরে তাদের থেকে ৪/৫ জন উপরে এসে মাওলানা নেজামীকে আটক করে নিয়ে যায়।’
এ সময় তাদের কাছে গ্রেপ্তারের কারণ জানতে চাইলে কোনো কিছু বলতে রাজি হননি বলে জানান ওয়াসেল।
এরআগে আজ সকালে জাতীয় প্রেসক্লাবে দলটির প্রয়াত চেয়ারম্যান ‘মুফতি ফজলুল হক আমিনীর জীবন ও কর্ম’ শীর্ষক এক স্মরণসভার সভাপতিত্ব করেন আব্দুল লতিফ নেজামী।
বিষয়: বিবিধ
৮৮৩ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন