বিজয় দিবসে মানব পতাকা ও রাসুল সাঃ এর চুল মোবারক !

লিখেছেন লিখেছেন মুসাফির ১৭ ডিসেম্বর, ২০১৩, ০৮:১৯:৫৫ সকাল



মিডিয়ার সুবাদে জানতে পারলাম , এবারের বিজয় দিবসে এমন এক পতাকা তৈরি করা হয়েছে যা গ্রীনিজ বুকে নাকি স্থান পাবে ! আপনাদের হয়ত মনে থাকতে পারে ,ইসলামিক ফাউন্ডেশনের ডিজি শামীম আফজালের কুকর্মের বিরুদ্ধে যখন এদেশের আলেম সমাজ ও সাধারণ মুসলিম জনতা প্রতিবাদে রাস্থায় নামলেন এবং এমন অবস্থার সৃষ্টি হল সরকারের পকেট সংগঠন ওলামালীগ পর্যন্ত তার বিরুদ্ধে বক্তব্য দিল তখন চতুর ডিজি জনতার রোষানল থেকে বাচার জন্য কোত্থেকে রাসুল সাঃ এর" চুল মোবারক" নিয়ে হাজির হল এবং বায়তুল মোকাররমে তা প্রদর্শন করলো ! আর যায় কোথায় , সহজ সরল ধর্মপ্রাণ মুসলমান সে চুল মোবারক দেখতে হুমড়ি খেয়ে পড়ল এমনকি অনেকে কাছে যেতে না পারলেও দুর থেকে হাত ইশারা করে হাতে চুমু খেলেন এবং চোখে মুছলেন এবং ভুলে গেলেন শামীমের কু কর্মের কথা ! বলা হয় হুজুগে বাংগালী , একটি বার ও তারা চিন্তা করলেন না যে , যারা বাংলাদেশের সংবিধানে "মহান আ্ল্লাহর উপর পূর্ণ আস্থা ও বিশ্বাস কথাটা সহ্য করতে পারে নাই, শুধু তাই নয় "আল্লাহ সকল ক্ষমতার উতস" এ কথাটা একটি রাজনৈতিক দলের সংবিধানে থাকার অপরাধে (?) তাদের নিবন্ধন বাতিল করে দিয়েছে । রাসুল সাঃ এর জীবনী গ্রন্থ ঘরে রাখাকে যারা অপরাধ মনে করে তাদের কাছে রাসুলের চুল মোবারক এত মুল্যবান হলে কেন ? আসলে তারা একাজ করেছিল ডিজি ও তার সরকারের কু কর্ম ঢাকতে । আর আজ যখন শেখ হাসিনার সরকার পতনের দ্বার প্রান্তে , ঘরে ঘরে চাকুরীর বদলে ঘরে ঘরে লাশ পাঠানো হচ্ছে ,আইন শৃংখলার চরম অবনতি,এক মাসের মধ্যে ১০০ জনের বেশি বনি আদমকে গুম করা হয়েছে , আলীগের অন্ধ ভক্ত ছাড়া কেউ আর হাসিনাকে ক্ষমতায় দেখতে চায় না.এক মাত্র রাজধানী ঢাকা ছাড়া গোটা দেশ আজ সরকারের নিয়ন্ত্রণের বাইরে ।নিত্য প্রয়োজনীয় দ্রব্য মূল্যের উর্ধগতি ,পিয়াজের কেজি যখন ১৬০ টাকা তখন সরকার জন গনকে তার অপকর্ম ভুলিয়ে দিতে মানব প্রাচীর পতাকা নাটক সাজিয়েছে । আমরা আশা করব -নবীজির চুল মোবারক দেখে ইফার ডিজি শামীমের কুকর্ম ভুলে গেলেও মানব পতাকা দেখে সরকারের কুকর্ম যেন ভুলে না যাই ।

বিষয়: বিবিধ

১৬১৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File