কানাডার রাজধানী অটোয়ায় মানব বন্ধন ও প্রতিবাদ সভা অনুষ্টিত .

লিখেছেন লিখেছেন মুসাফির ১৪ মে, ২০১৩, ০৭:০৪:৩৫ সকাল



হেফাজাতে ইসলাম বাংলাদেশের শান্তিপূর্ণ কর্মসূচী পালন কালে গত ৫মে গভীর রাতে ঢাকার মতিঝিলের শাপলা চত্তরে শেখ হাসিনা সরকারের নির্দেশে র্যা ব,পলিশ ,বিজিবি ও সরকারের কেডার বাহিনী যে নারকীয় হত্যাকান্ড চালায় এবং বিচার বহির্ভুত হত্যা, গুম , সন্ত্রাস ,রাজনৈতিক নিপিড়ন ও মানবাধিকার লংগন ,জনপ্রিয় দিগন্ত , ইসলামিক টিভি ও আমাদের দেশ পত্রিকা বন্ধের প্রতিবাদে বাংলাদেশ ওয়াচ কানাডা ও জাগ্রত জনতা এর যৌথ উদ্যোগে কানাডার রাজধানী অটোয়াতে আজ(১৩মে)সোমবার বাংলাদেশ হাইকমিশন ও কানাডা পার্লামেন্ট হিলের সামনে মানব বন্ধন ও প্রতিবাদ সভার আয়োজন করে ।শুন্য ডিগ্রী তাপমাত্রায় কনকনে ঠান্ডা উপেক্ষা করে টরন্টো, মন্ট্রিয়েল, সাচকাচুয়ান ,কিংষ্টন ,রেজাইনা সহ কানাডার বিভিন্ন সিটি থেকে বিপুল সংখ্যক নারী পরুষরা সে প্রতিবাদে শামিল হন ।মা বোনদের সাথে শিশু কিশোরদের উপস্থিতি ও ছিল চোখে পড়ার মত ।উপস্থিত জনতার হাতে ছিল বাংলাদেশ সরকারের মানবাধিকার লংগনের সচিত্র পোষ্টার ও ফেষ্টুন ।এডমন্ড থেকে আগত কানাডার আদি অধিবাসী একটি দল মানব বন্ধনে এসে সংহতি প্রকাশ করে । বাংলাদেশ ওয়াচ কানাডার অন্যতম নেতা জনাব এনামুল হকের পরিচালনায় উক্ত মানব বন্ধন ও প্রতিবাদ সভায় বক্তব্য রাখেন বাংলাদেশ ওয়াচ কানাডার সভাপতি জনাব আকতার আহমেদ , বাংলাদেশ ইন্ডিপেন্ডেট নিউজ নেটওয়ার্কের সম্পাদক জনাব মাসুদ আলী, জাগ্রত জনতার আহবায়ক বিশিষ্ট ব্যবসায়ী জনাব রফিকুল হক ইয়্যুত এক্টিভিষ্ট মাশহুদুল মতিন ও জনাব রুহুল আমীন প্রমুখ ।বক্তারা বলেন দেশের সর্বজন শ্রদ্ধেয় ওলামায়ে কেরাম ,মাদ্রাসার ছাত্র এবং ধর্মপ্রাণ তাওহিদী জনতা সেদিন মহান আল্লাহ ও তার রাসুলের মুহাব্বাতে শান্তিপূর্ণ ভাবে তারা তাদের কর্মুসূচী পালন করছিলেন এবং গভীর রাতে যখন অনেকে তাহাজ্জুদের নামায় আদায় করছিলেন, অনেকে আল্লাহর জিকিরে মশগুল ছিলেন, কেউবা ক্লান্ত দেহে খোলাকাশের নিচে ঘুমিয়ে পড়েছিলেন ।এরকম একটা শান্ত পরিবেশে , গভীর রাতে বাতি নিভিয়ে দিয়ে ,মিডিয়ার সকল লোকদেরকে সেখান থেকে সরিয়ে দিয়ে অন্ধকারের কালো রাত্রিতে সরকার তার যৌথ বাহিনী ও দলীয় কেডারদের দিয়ে যে নারকীয় তান্ডব চালায় তার নিণ্দা জানানোর ভাষা নেই ।এ গনহত্যা ছিল ১৯৭১ সালের ২৫ মার্চের কালো রাত্রের গনহত্যার চেয়ে ভয়াবহ কারন সেদিন বাংলার নিরীহ জনতাকে হত্যা করেছিল পাক হানাদার বাহিনী আর ৫ মে দেশের সর্বজন শ্রদ্ধেয় আলেম ওলামাদের উপর গুলি চালিয়েছে আমার দেশের পুলিশ ,বিজিবি ও সরকারের কেডার বাহিনী ।বক্তারা সরকারকে অনতিবিলম্বে মানুষ হত্যার এ জঘন্য খেলা বন্ধের উদাত্ত আহবান জানান এবং সরকার কর্তৃক ২৫ ফেব্রুয়ারীর সেনা হত্যা ,গত ২৮ ফেব্রুয়ারীর ও ৫ মের গনহত্যা সহ সকল হত্যাকান্ডের বিচার বিভাগীয় তদন্ত দাবী করেন এবং অনতিবিলম্বে দোষী ব্যক্তিদের দৃষ্টান্ত মুলক শাস্থির জোর দাবী জানান । বাংলাদেশ একটি গনতান্ত্রিক দেশ ,আমাদের সংবিধান সকলের মত প্রকাশের স্বাধীনতা দিয়েছে কিন্তু শেখ হাসিনার আওয়ামী সরকার আজন্মই অন্যের মত সহ্য করতে পারেনা । সরকারের অন্যায় আত্যাচার দুর্ণীতির কথা যখন কেউ বলে তখনই তার উপর খড়গ নেমে আসে । বাংলাদেশের আপামর জনতার মুখপাত্র দৈনিক আমারদেশ পত্রিকা, জনপ্রিয় টিভি চ্যানেল দিগন্ত ও ইসলামিক টিভি অন্যায় ভাবে বন্ধ করে দেওয়া হয়েছে । জননন্দিত ও সাহসী সম্পাদক মাহমুদুর রহমানকে জেলে বন্ধি করে রাখা হয়েছে , বন্ধি করে রাখা হয়েছে দেশের শীর্ষস্থানীয় আলেম ওলামা ও ইসলামী ব্যক্তিত্ব ও হাজার হাজার রাজনৈতিক নেতা কর্মিদেরকে । বক্তারা - বন্ধ হওয়া টিভি চ্যানেল ও পত্রিকা খুলে দিতে এবং মাহমুদুর রহমান সহ অন্যায় ভাবে যাদের বন্ধি করে রাখা হয়েছে তাদের অনতিবিলম্বে মুক্তি দিতে জোর দাবী জানান ।সমাবেশ শেষে একটি প্রতিনিধি দল বাংলাদেশের রাষ্টপতি ও কানাডার প্রধানমন্ত্রীকে স্মারক লিপি প্রদান করেন ।

বিষয়: বিবিধ

১৯৫৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File