মঙ্গল গ্রহের ইঁদুরের সন্ধান!

লিখেছেন লিখেছেন এমদাদুছ্ল হক এমরান ০২ জুন, ২০১৩, ০৪:২৮:৫৮ বিকাল



ইন্টারনেটজুড়ে শোরগোল ফেলেছে ‘মঙ্গল গ্রহের ইঁদুরের’ একটি ছবি। সম্প্রতি বিজ্ঞানভিত্তিক ওয়েবসাইটগুলোতে মঙ্গলে পাথরের আড়ালে লুকিয়ে থাকা একটি ইঁদুরসদৃশ প্রাণীর ছবি প্রকাশিত হয়েছে। ছবিটি ২০১২ সালে যুক্তরাষ্ট্রের মহাকাশ গবেষণা প্রতিষ্ঠান নাসার পাঠানো কিউরিওসিটির তোলা। আসলেই কি মঙ্গল গ্রহের ভূপৃষ্ঠে এ ধরনের ইঁদুরের অস্তিত্ব রয়েছে? গবেষকেরা এ বিষয়ে এখনো কোনো তথ্য প্রকাশ করেননি।

স্পেস ডটকমে প্রকাশিত এক প্রতিবেদনে বলা হয়েছে, ‘মার্স র্যাট’ নামের কাল্পনিক এ ইঁদুর নিয়ে একটি টুইটার অ্যাকাউন্টও খোলা হয়েছে। এ নিয়ে প্রতিবেদন প্রকাশ করেছে ফক্স নিউজ ও ডিসকভারি নিউজ।

মঙ্গল গ্রহে পাঠানো নাসার রোবট-যান কিউরিওসিটি ২০১২ সালে মঙ্গলপৃষ্ঠের নান্দনিক কিছু ছবি তুলেছিল। এ ছবিগুলো ঘেঁটে আনআইডেন্টিফায়েড ফ্লাইং অবজেক্ট বা ইউএফও উত্সাহীরা দুটি পাথরের মাঝখানে ইঁদুরসদৃশ একটি প্রাণী দেখতে পান। অনেকে একে নাসা পরিচালিত গোপন কোনো গবেষণার অংশ বলেও ধারণা করছেন। অনেক গবেষক আবার ছবিটা ভুয়া বলেও মনে করছেন। তবে বর্তমানে ‘মঙ্গল গ্রহের ইঁদুর’ ছবিটি ইন্টারনেটজুড়ে ব্যাপক শোরগোল তুলেছে ব্যবহারকারীদের মধ্যে।

Details

বিষয়: বিবিধ

২২৭৬ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File