প্রগতিশীল সমাজ, ইসলাম ও আমার ধারনা।

লিখেছেন লিখেছেন এমদাদুছ্ল হক এমরান ০৯ জুন, ২০১৩, ০২:১০:৩৫ দুপুর



বর্তমান সমাজে প্রগতিশীল মানুষের কথা শুনা যায়। আস্তে আস্তে গড়ে উঠছে প্রগতিশীল সমাজ। কি করলে প্রগতিশীল হওয়া যায়? তবে বিভিন্ন গন মাধ্যেমে আলাপ আলোচনা শুনে যা বুঝা যায় তাতে প্রগতিশীল মানুষের নিম্নলিখিত গুনাবলী থাকেঃ-

১. ধর্মান্ধতা পছন্দ না করা

২. মেয়েদের সর্বাগ্রে প্রধান্য দেওয়া

৩. ছেলে-মেয়ে অবাদে চলাফেরার পরিবেশ তৈরি করা

৪. সংস্কৃতি মনা ও গান বাজনা, সিনেমাকে প্রসারিত করা

৫. বর্তমান প্রথিবীতে আলোচিত বিষয় সমকামীতাকে ও মেনে নেয়া

বাংলাদেশে প্রগতিশীল মানুষের আর্ভিবাব কখন থেকে? প্রগতিশীল মানুষের আর্ভিবাব সর্ম্পকে আমার জানা নেই, কখন, কিভাবে প্রগতিশীল সমাজের আর্ভিবাব। তবে আমরা প্রগতিশীল মানুষ হিসাবে যাদের দেখি তারা বেশির ভাগই উচ্চ শিক্ষিত ও গন মাধ্যেম বা মিডিয়ার মানুষ।

আমার ধারনা এই বিখ্যাত মানুষগুলো উচ্চ শিক্ষা, সাহিত্য চর্চা অথবা মিডিয়া চর্চার জন্য কোন এক সময় কোলকাতায় গুরুত্বপুর্ন সময় পাড় করেছেন এবং বিখ্যাত হিন্দু পন্ডিতদের সহচর্য গ্রহন করেছেন। যেহেতু কোলকাতা একটি হিন্দু অধ্যুষিত এলাকা তাদের পান্ডিত্য চর্চায় সংস্কুতিটা বেশি প্রধান্য পায় এবং ইসলামের প্রভাব মুক্ত থাকে। আর সেই সংস্কৃতধারার শিক্ষাই বাংলাদেশে প্রগতিশীল হিসাবে আভিবাব ঘটে।

বাংলাদেশে একটি মুসলিম প্রধান দেশ। মুসলমান মানেই ইসলাম। ইসলাম হলো কোরআন ও হাদিসের আলোকে জীবন পরিচালনা করা। কেউ যদি তা বিশ্বাস না করে তাহলে তার ইমান থাকেনা। আর যাদের ইমান নেই তার অমুসলিম।

মুসলিমের গুনাবলী কি?

১. ধর্ম পালানের জন্য ধমান্ধ হওয়া

২. মেয়েদেরকে পর্দা করে রাখা

৩. ছেলে মেয়ে অবাধ বিচরন না করা

৪. গান বাজনা বাদ দিয়ে নামাজ রুজা করা

৫. সমকামীতা ত দুরের কথা, স্ত্রীর সাথেই ইসলামের আলোকে ব্যবহার করা

এখন প্রশ্ন হলো গ্রগতিশীল সমাজে ইসলামে আপত্তি কোথায়?

প্রগতিশীল মানুষের যে গুনাবলী ইসলাম কি তা গ্রহন করে? করে না, আর এখানেই ইসলামের আপত্তি। ইসলাম আমাকে অনুসরন করেনা, আমরা ইসলামকে অনুসরন করি। ইসলাম যদি মেয়েদেরকে পর্দা করে চলতে বলে আর আমি যদি নিজেকে প্রগতিশীল মনে করে তা না মানতে চাই তবে পৃথিবীতে অনেক ধর্ম রয়েছে যেখানে মেয়েদের পর্দা করার কথা বলা নেই, তবে আমি সেখান থেকে যেকোন একটা ধর্ম গ্রহন করতে পারি।

অথবা উপরোল্লিখিত গুনাবলীতে বিশ্বসীদের নিয়ে একটা প্রগতিশীল র্ধম তৈরি করতে পারি যেখানে ইসলামের কোন বাধ্যবাদকতা নেই। ইসলাম যা স্বীকৃতি দেয়না তাকে যদি আমি প্রগতিশীল হয়ে বিশ্বাস করি তবে মুসলিম হিসাবে নিজেকে মনে করার কি দরকার। এমন ত নয় মুসলিম না হলে কেউ আমাকে শাস্তি দেবে।

বিষয়: বিবিধ

২৩১১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File