অশান্ত মনের কাল্পনিক আবেদন, এটা গল্প না কবিতা?

লিখেছেন লিখেছেন এমদাদুছ্ল হক এমরান ২২ এপ্রিল, ২০১৩, ০৩:৪৭:৩৫ দুপুর

আগেই বলেছি কোন কিছু দেখলেই ছন্দ মিলিয়ে ফেলতাম, মনে হত এটাই বুঝি কবিতা, আর সেই থেকে এই লেখা- অশান্ত মনের কাল্পনিক আবেদন। কিন্তু জানা হয়নি অজানা এক ললনাকে নিয়ে কল্পনাপ্রসুত শব্দগুচ্ছ গুলো আসলে গল্প না কবিতা। গল্প ও কবিতা বুঝার মাপ কাঠি কি? কিভাবে লিখলে গল্প ও কবিতা হয় জানি না, তাবে আমার এ লেখাটা গল্প না কবিতা পড়ে জানাবেন আশা করি।





বিষয়: বিবিধ

১৯৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File