সেই মিছিলে যেতে চাই..............

লিখেছেন লিখেছেন ওরিয়ন ১ ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৪৯:৫১ সকাল



প্রতিদিন সেই মিছিলের সংখ্যাটা বাড়ছে। ১,২,৩ শতক পেরিয়ে এখন হাজার প্রাণে দ্রুত ছুটে চলছে। আমি মিছিল কারীরদের সংখ্যাটা হিসাব রাখছি মনের খাতায়। ২১৭, ২১৮, ২১৯.........ইদানিং মনের খাতায় সেই দাগগুলো বড় ক্ষত হয়ে উঠছে। প্রতিরাতেই নিথর,নিস্তব্দ হয়ে যাচ্ছে হামজা, খোবায়েব আর খাব্বাবের উওরসূরীরা । কি যে অব্যক্ত বেদনায় মনটা নীল হয়ে থাকে আজকাল। এক এক বার বড়ই ঈর্ষা হয়, সেই মিছিলে বুঝি যাওয়া হবে না কোনদিন! ক্লাসের, মেসের আর বৈঠকের সহপাঠিরা এক এক করে চলে যাচ্ছে শহীদি পেয়ালা পান করে।

হায়েনারা ইদানিং শুধু আমাদের শেষ করে দিয়ে ক্ষ্যান্ত হতে চায় না, ওরা চায় আমাদের বংস সহ নির্মূল করে দিতে, যেমনটি চেয়েছিল আবু জেহেল, আবু লাহাব'রা। কি দারুন মিল ঐ খোদাদ্রোহী দুষমনদের স্বভাবে। কিন্তু ওরা কি জানে না, শেষ পর্ষন্ত আবু জেহেল, আবু লাহাব'জাহান্নামের কীটে পরিনত হলো। আর মুহাম্মদ (সঃ) উওরসূরীরা শাসন করল অর্ধ পৃথিবী। ওরা জানে না, আমাদের এই রক্ত কত বেশী পবিএ, কত বেশী মূল্যবান আর কত বেশী উর্বর। আমাদের এক একটি রক্তের ফোঁটা থেকে জন্ম নিচ্ছে শত সহস্র চারাগাছ। কালক্রমে সেই চারাগাছ বিশাল বটবৃক্ষে পরিনত হবে ইন শাহ আল্লাহ। ওরা আমাদের ডেসটিনেশান জানতে চায়, কোথায় গিয়ে আমরা থামবো! আমরা তো বলেছি, আমাদের টার্গেট তো একটাই, আল্লাহর জমিনে আল্লার রাজ কায়েম হউক, কুরআন হউক আমাদের সংবিধান। আমাদের এই মিছিল থামবে না ইন শাহ আল্লাহ যতদিন না আমরা আমাদের টার্গেট এ পোঁছতে সক্ষম হবো।

বিষয়: বিবিধ

১২৫২ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303627
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:৫৫
কাহাফ লিখেছেন :
আবেগময়ী চমৎকার উপস্হাপনার জন্যে জাযাকুমুল্লাহু খাইরান হে শ্রদ্ধেয়!
শাহাদাতের অমীয় সূধা পানে আকাংখী মুমিনদের কে কখনই শেষ করা যায় না!স্বৈরাচারী জালিমরা যদিও তা ভূলে যায়!
মহান আল্লাহ তার জমিনে তার দ্বীন প্রতিষ্ঠা সহজ করে দিন!আমিন!!
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১০:০৮
245588
ওরিয়ন ১ লিখেছেন : আমাকে শহীদ করে সেই মিছিলে শামিল করে নিও, যেই মিছিলের নেতা আমীর হামজা, খোবায়ের, খাব্বাব,
খোদার যারা ছিল অতি প্রিয়.......।
303631
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০২
আবু জারীর লিখেছেন : আল্লাহর গুড বুকে যাদের নাম লেখা হয়ে যায় তারাই শাহাদতের পেয়ালায় চুমু দিয়ে ওপারে চলে যায়। আল্লাহ তুমি তোমার এই নেক বান্দাদের কবুল কর। বাংলার জমিনকে মুমিনদের জন্য প্রশস্ত করে দাও আর জালিমদের চিরতরে বিদায় করে দাও। আমিন হে রব্বুল আলামিন।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ১১:০৭
245595
ওরিয়ন ১ লিখেছেন : মোরা হতে চাই, প্রিয়তম তোমার
মোদের কবুল করো হে পরোয়ার, হে পরোয়ার............
303639
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৯
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : হে আল্লাহ! জালিমদের কবল হতে এ জনপদকে রক্ষা করুন।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৬
245710
ওরিয়ন ১ লিখেছেন : আমীন
303651
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৪৮
অচেনা লিখেছেন : এগুলো সহ্য করতে পারি না।
১০ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০২:৫৬
245711
ওরিয়ন ১ লিখেছেন : আল্লাহ যেন আমাদের সহায় হউন, আমীন।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File