হলুদ পাখি

লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫০:৫৭ সকাল



হলুদ পাখি

হলদে বনে বসে আছে

একটা হলুদ পাখি

পাখিটাকে আমরা সবে

চোখে চোখে রাখি।

সাত সকালে সবুজ মাঠে

সাজের বেলায় বনে

জানিনাকো আমরা কেহ

কি আছে তার মনে।

পড়া লেখায় যায়না করা

কোন খবরদারি

সারা বেলা ঘুরে বেড়ায়

এ বাড়ি ও বাড়ি।

যখন ইচ্ছা তখন বসে

খুলে বইয়ের ঝাঁপি

তাইতো আমরা করি নাকো

কোন চাপা চাপি।

স্বাধীনচেতা ছোট্ট পাখি

উড়ু উড়ু মন

বাবা-ময়ের কলিজার টুকরা

সাত রাজার ধন।

---- আবু জারীর

৪ঠা ফেব্রুয়ারী,

হাইল-সৌদি’আরব

বিষয়: সাহিত্য

১৬৮৬ বার পঠিত, ৮ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

303617
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:১৩
হতভাগা লিখেছেন : চোখে সর্ষে ফুল দেখতেছি
০৯ ফেব্রুয়ারি ২০১৫ সকাল ০৯:২৮
245587
আবু জারীর লিখেছেন : ছোট্ট ফুল গুলির মাঝে একটা বড় ফুল। এই আর কি। ধন্যবাদ।
303638
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ১২:৫৮
মোঃ ওহিদুল ইসলাম লিখেছেন : মাশাল্লাহ! আমাদের ভাতিজি নাকি? দোয়া রইল।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৫
245665
আবু জারীর লিখেছেন : হ্যা। ধন্যবাদ।
303644
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০১:৫৭
আফরা লিখেছেন : মাশাল্লাহ! হলুদ ফুলে হলুদ জামায় হলুদ পাখি হলুদ ছড়া খুব সুন্দর হয়েছে ভাইয়া ।
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৬
245666
আবু জারীর লিখেছেন : তার ন্যাচারের আলোকে লেখা। ধন্যবাদ।
303649
০৯ ফেব্রুয়ারি ২০১৫ দুপুর ০২:৩৮
দুষ্টু পোলা লিখেছেন : ভালো লাগলো অনেক ধন্যবাদ
০৯ ফেব্রুয়ারি ২০১৫ রাত ০৮:০৭
245667
আবু জারীর লিখেছেন : আপনাকেও অসংখ্য ধন্যবাদ।

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File