হলুদ পাখি
লিখেছেন লিখেছেন আবু জারীর ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৫০:৫৭ সকাল

হলুদ পাখি
হলদে বনে বসে আছে
একটা হলুদ পাখি
পাখিটাকে আমরা সবে
চোখে চোখে রাখি।
সাত সকালে সবুজ মাঠে
সাজের বেলায় বনে
জানিনাকো আমরা কেহ
কি আছে তার মনে।
পড়া লেখায় যায়না করা
কোন খবরদারি
সারা বেলা ঘুরে বেড়ায়
এ বাড়ি ও বাড়ি।
যখন ইচ্ছা তখন বসে
খুলে বইয়ের ঝাঁপি
তাইতো আমরা করি নাকো
কোন চাপা চাপি।
স্বাধীনচেতা ছোট্ট পাখি
উড়ু উড়ু মন
বাবা-ময়ের কলিজার টুকরা
সাত রাজার ধন।
---- আবু জারীর
৪ঠা ফেব্রুয়ারী,
হাইল-সৌদি’আরব
বিষয়: সাহিত্য
১৭২৫ বার পঠিত, ৮ টি মন্তব্য






































পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন