কী অদ্ভুত মিল : সুরঞ্জিত বাবু ও আবু জাহেল
লিখেছেন লিখেছেন আনিসুর রহমান ০৯ ফেব্রুয়ারি, ২০১৫, ০৮:৩৭:১৯ সকাল
আবু জেহেল ও সুরঞ্জিত বাবু, দুজনই হক পন্থীদের শ্ত্রু। এক জন নবী() আমলের ও আরেক জন বর্তমান সময়ের। দুজনই মুশরেক। দুজনই তাদের বিরুদ্ধবাদীদের উপর বিভিন্ন ভাবে নিপীড়ন নির্যাতন করেছ------
আবু জেহেল মুসলমানদের সাথে তাদের প্রথম যুদ্ধের সময় (জঙ্গে বদর) কাবা শরীফের গিলাপ ধরে দোয়া করে ছিল,” হে আল্লাহ্ আজকে যে হক ও বাতেলের লরাই হতে যাছে তাতে তুমি হক পন্থীদের বিজয় দান কর। আল হামদুল্লিলাহ , এই যুদ্ধে হক পন্থীদের বিজয় হয়ে ছিল। হকের উপর থাকা নবী করিম() ও দলবল জয় লাভ করে ছিল।অপর দিকে বাতিলের উপর থাকা আবু জেহেল এই যুদ্ধে মারা যায় ও তার দলবল পরাজিত হয়ে মক্কা ফিরে আশে।
আজকে আমরা দেখছি মিঃ সুরঞ্জিত কুরআনের একটি আয়াত("নাসরোম মিনাল্লাহি ওয়া ফাথহুন ক্বারিব" ---বাংলা অর্থ : আল্লাহর সাহায্য ও বিজয় অতি নিকটে।) উল্লেখ্য করে বলছে, বাংলাদেশে বর্তমানে, হকও বাতেলের যে লড়াই চলছে তাতে আল্লাহ্() সহায়তায় হক পন্থীদের বিজয় ঘটবে। আপনার সাথে এ বিষয়ে কোন দ্বিমত নেই। আবশ্যই হক পন্থীদের বিজয় ঘটবে। তবে হক পন্থী কারা? কারা আবু জেহেলের নোংরা পতাকা নিয়ে লড়ছে? তা দেখার জন্য আমরা আপনার সাথে অপেক্ষায় থাকলাম।
Detail News:
'নাসরোম মিনাল্লাহি ওয়া ফাথহুন ক্বারিব' : সুরঞ্জিত
বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়াকে উদ্দেশ্য করে আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদের সদস্য সুরঞ্জিত সেনগুপ্ত বলেছেন, ‘নাসরোম মিনাল্লাহি ওয়া ফাথহুন ক্বারিব’ (আল্লাহর সাহায্য ও বিজয় অতি নিকটে)। কিন্তু আপনি (খালেদা) নির্বিচারে মানুষ হত্যা করলে আল্লাহও (সৃষ্টিকর্তা) সহ্য করবেন না।
রোববার বিকেলে রাজধানীর বঙ্গবন্ধু এভেনিউতে ১৪ দল আয়োজিত এক মানববন্ধনে তিনি এ মন্তব্য করেন।
বিষয়: বিবিধ
১৭৭৫ বার পঠিত, ১২ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
"রাজনৈতিক বাটপার" সুরন্জিত সেনগুপ্ত
Which one is more appropriate for him? Thanks for your comment
বস্তা বস্তা টাকা চুরি করে কালাবিলাই এখন ড্যান্স মারে।
যেই সুরঞ্জিত সাব সোবহান আল্লাহ কে ব্যাঙ্গ করেছিল আজ সেই সুরঞ্জিত সাব জনগণের দৃষ্টি আকর্ষন করতে কোরআনের আয়াত উদ্বৃতি দিয়ে বক্তব্য দেয় ?
Answer: রাজনৈতিক বাটপারা
I hope you get your answer
মন্তব্য করতে লগইন করুন