ভিন্নমতের ব্লগ,ফেসবুক ব্ন্ধ করে ছায়ার সাথে লড়াই এবং 'আমার দেশ' কে বিনীত অনুরোধ

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১৮ ফেব্রুয়ারি, ২০১৩, ০৮:৪৬:১০ রাত

সরকার ভিন্ন মতের সব ব্লগ, ফেসবুক লিংক ইত্যাদি ব্ন্ধ করে দিচ্ছে। অর্থাৎ সাইবার যুদ্ধে প্রতিপক্ষ ছাড়াই ছায়ার সাথে লড়াই। ফাঁকা পোষ্টে গোল। অথচ তারা গণতন্ত্রের কথা বলে। আমার দেশ সম্পাদক মাহমুদুর রহমানের কাছে বিনীত অনুরোধ বাম-রাম ও আ'লীগীয় মহাজোটের মুখোশ উন্মোচনে কৌশলী হন। সব সত্য এখনই বিশদভাবে জানাতে হবে এমন বাধ্যবাধকতা থাকবে কেন ? যুদ্ধে পশ্চাদাপসারণ বা বিরতিও যুদ্ধেরই অংশ। আমরা যদি 'আমার দেশ' কে এখনই হারিয়ে ফেলি, তা হলে সত্য জানবো কি ভাবে ? মনে রাখতে হবে এ' দেশীয় বাম-রাম ও আ'লীগীয় মহাজোট অত্যন্ত নিকৃষ্ট মানের ফ্যাসিষ্ট। হিটলারের ফ্যাসিজম ছিল জাতীয়তাবাদী। কিন্ত মহাজোটিয় ফ্যাসিজম হল লুটপাট, ইর্ষা, চিরস্হায়ী ক্ষমতা ও একটি প্রতিবেশী দেশের স্বার্থরক্ষাকারী। জনগণের উপর বিশ্বাস হারাবেন না। প্রায় এক কুড়ি ইলেকট্রনিক ও সমসংখ্যক প্রিন্ট মিডিয়ায় প্রতিদিন মানুষের ইমোশনকে বিভ্রান্ত করে কোরাস গাওয়ার পরেও সাধারণ মানুষ যে আহম্মক বনে যায় নি, চোখ-কান খোলা থাকলেই বোঝা যায়।

বিষয়: বিবিধ

১১৯৭ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File