শক্তিশালী গণঅভ্যূত্থান ছাড়া আ’লীগ কখনই অর্থপূর্ণ এবং কার্যকর সমাধানে একমত হবে না।
লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১৯ অক্টোবর, ২০১৩, ০৯:৩৮:১২ সকাল
প্রধাণমন্ত্রীর বক্তব্যে রাজনৈতিক সংকট নিরসনে আশাবাদের কোন কারণই আমি দেখছি না। তিনি অনুগ্রহ করে কয়েকজন বিরোধী সংসদ সদস্যকে তার কেবিনেটে স্হান দিতে রাজী হয়েছেন। এতেই সমস্যার সমাধান হতে যাচ্ছে যারা বলেন, আমি তাদের সাথে একমত নই। আইনবিদ রফিক-উল-হক সাহেব উচ্ছাস প্রকাশের মধ্য দিয়ে বাংলাদেশের রাজনীতির বাস্তবতা সম্পর্কে তার অজ্ঞতাই প্রকাশ করেছেন। সর্বদলীয় সরকারের প্রস্তাবনা পুরনো একটি প্রস্তাব। মূল যে ইস্যুগুলো যেমন, নির্বাচনকালীন সরকার প্রধান কে হবেন? তিনি কতখানি ক্ষমতা প্রয়োগ করতে পারবেন? পুলিশ-বিজিবি সহ জনপ্রশাসন এবং শৃংখলা বাহিনী সমূহ কার নিয়ন্ত্রণে থাকবে? ইত্যাদি ব্যাপারে কোন ধরনের উচ্চারণই নেই। বি এন পি কে মূলতবী প্রস্তাব দেওয়ার আহবান দিয়েছেন। এটা কি সময়ক্ষেপণ ও সংসদকে প্রলম্বিত করার লক্ষণ নয়?
আওয়ামী বান্ধব মিডিয়া্, আওয়ামী সুশীল সমাজ এমন ভাবে প্রতিক্রিয়া জানাচ্ছেন যেন বিশেষ কোন ইতিবাচক প্রস্তাব দেওয়া হয়েছে। এ’সব জনগণকে বিভ্রান্ত করার প্রয়াস। আমার ধারণা বিরোধী দলীয় গণ আন্দোলনের সম্ভবনাকে বিনষ্ট বা দুর্বল করাই আপাতঃ আওয়ামী কৌশল। শক্তিশালী গণঅভ্যূত্থান ছাড়া আ’লীগ কখনই অর্থপূর্ণ এবং কার্যকর সমাধানে একমত হবে না।
বিষয়: বিবিধ
১১৩২ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন