ফেরাউনের দেশ মিসরে গণতন্ত্র হত্যার উৎসব, মেকী গণতন্ত্রের ধ্বজাধারী সেক্যুলারদের উল্লাস।
লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০৫ জুলাই, ২০১৩, ১০:৫৬:৩৯ সকাল
মিসরে গণতান্ত্রিক অভিযাত্রার প্রথম থেকেই কয়েক দশকের প্রতিষ্ঠিত সেনা নেতৃত্বের স্বৈরাচার তার বিষাক্ত ছোবলে নির্বাচিত প্রেসিডিন্ট মুরসীকে ক্ষত-বিক্ষত করায় সদা তৎপর ছিল। এবার যখন মরণ কামড় দিলো তার সাথে সোউৎসাহে যোগ দিলো মেকী গণতন্ত্রের ধ্বজাধারী সেক্যুলাররা। ট্যাংক, আর্টিলারী নামিয়ে নির্বাচিত প্রেসিডেন্টকে নির্মূল করার অভিযান সুস্পষ্টভাবে রাষ্ট্রদ্রোহিতা। অথচ, কথিত বিশ্ব নেতৃত্ব, জাতিসংঘ নির্লিপ্ত। আমরা সুর মেলাতে দেখছি নিজ জনগণকে গণহত্যাকারী সিরিয়ার বাশার, খ্রীষ্টান বিশ্বের বিশ্বস্ত মিত্র সৌদি রাজতন্ত্রকে। মিসরের ঘটনাবলী থেকে ইসলামী পুনর্জাগনবাদীদের অনেক কিছু শেখার আছে। বর্তমান বিশ্ব মোড়লরা ইসলামী উপস্হাপনাকে জঙ্গি ইসলামের তকমায় চিত্রিত করে ইসলামকে অগণতান্ত্রিক শক্তি হিসাবে বর্ণনা করে। প্রকৃত প্রস্তাবে পশ্চিমা বিশ্ব গণতন্ত্রকে ধারণ করেছে নিজেদের সহিংস, রক্তাক্ত বিবাদ-বিসংবাদ মধ্যস্হততার মাধ্যম হিসাবে। মানুষের প্রতি সহমর্মিতা্, অপরের অধিকারের প্রতি শ্রদ্ধা্, নিজের স্বার্থ ক্ষুন্ন হলেও সুবিচার চাওয়া ইত্যাদি মূল্যবোধ তাদের অস্হিমজ্জায় নাই। তৃতীয় বিশ্বযুদ্ধ হলে তাদের জন্যই হবে। গণতান্ত্রিক পথচলা কখনই তাদের অভিষ্ট নয়। বিশ্ব মানবতার মুক্তি ও বিশ্বশান্তি আগ্নেয়াস্ত্র ব্যবসায়ী পশ্চিমাদের হাত ধরে আসবে না। দেহজ ভোগবাদী ইহলৌকিকতার এই পার্থিব অপশক্তিকে পরাজিত করতে হলে ইসলামী শক্তিকে আরো বহু বুদ্ধিবৃত্তিক, সৃজনশীল্ পথপরিক্রমা এবং রক্ত-প্রাণ-ঘাম ঝড়াতে হবে।
বিষয়: বিবিধ
১০৩৬ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন