স্হানীয় উন্নয়নে কোন রাজনৈতিক দলের সমর্থিত প্রার্থী জয়ী হল তাতে খুব বেশি পার্থক্য হবে না। কিনতু এ' মহুর্তে আওয়ামী প্রার্থীর জয় বাংলাদেশের জন্য বড় ক্ষতির কারণ হবে।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ১২ জুন, ২০১৩, ০৯:১০:৩৮ রাত

আপনি যদি এভারেষ্ট শৃংগে পৌঁছতে চান ধাপে ধাপে আপনাকে এগুতে হবে। ধাপ গুলোকে পাশ কাটিয়ে,উপেক্ষা করে আপনি সফল হবেন না। বরং মৃত্যু নিশ্চিত। তেমনি বাংলাদেশে গণতন্ত্রের অভিযাত্রায়, সুশাসন ও উন্নয়নের পথ চলায় এ'মহুর্তে আওয়ামী লীগ ও মহাজোট প্রধান প্রতিবন্ধক। চারটি বড় সিটি কর্পোরশনের নির্বাচন জাতীয় রাজনীতি থেকে মোটেই বিচ্ছিন্ন নয়। তাই এবারের নির্বাচনে ১৮ জোটিয় প্রার্থিকে ভোট দেওয়া নাগরিক দায়িত্ব। স্হানীয় উন্নয়নে বি এন পি বা আওয়ামী প্রার্থীর মধ্যে কে জয়ী হল তাতে খুব বেশি পার্থক্য হবে না। কিন্তু আওয়ামী প্রার্থী জিতলে বাংলাদেশের বড় ক্ষতি হয়ে যাবে। কেবলমাত্র ভোট দেওয়া নয়, জালভোট সহ ভোট কেন্দ্রের দখল প্রতিরোধ / সুষ্ঠ ভোট গণণা নিশ্চিতকরণ / ফলাফল প্রকাশে ম্যানিপুলেশান ঠেকানো সবকিছুতেই জনগণের সক্রিয় অংশগ্রহণ জরুরী। নাগরিক হিসাবে স্হানীয় বা জাতীয় সকল পর্যায়েই নিজের অধিকার নিজেকেই আদায় করতে হয়। বিনা কষ্টে ফল পাওয়া যাবে না।

বিষয়: বিবিধ

১০৮৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File