মানিক মিয়ার ইত্তেফাক, পুত্র আনোয়ার হোসেনের সম্পাদনায় গণবিরোধী অবস্হানে লাগামছাড়া।

লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০৬ জুন, ২০১৩, ০৮:৪১:৩২ রাত

মঈন-ফখরুদ্দিনের অসংবিধানিক সরকারের সহায়তায় ক্ষমতা দখলকারী মহাজোটিয় সরকারের ক্ষমতা চিরস্হায়ী করার জন্য বেপরোয়া সহিংস আওয়ামী লীগ নেতৃত্বকে মদদ দানের চেষ্টা হাল আমলের ইত্তেফাক নির্লজ্জ ভাবেই করছে। আজকের সম্পাদকীয় সেই রকমের একটি প্রয়াস। জনগণ জানে আ'লীগ অর্থনৈতিক মুক্তির কথা বলে দিয়েছিল দুর্ভিক্ষ, গণতন্ত্রের কথা বলে বাকশালী স্বৈরাচার, সংবাদপত্রের স্বাধীনতার নামে ভিন্ন মতের গণমাধ্যমের বিলূপ্তি, সংসদীয় গণতন্ত্রের নামে প্রধান মন্ত্রীর একনায়কতন্ত্র, কেয়ার টেকারের গুণগান গেয়ে ক্ষমতা আরোহণ করে দলীয় সরকারের অধীনে নির্বাচন। এখন চিরায়ত গণতান্ত্রিক পদ্ধতির নামে দিতে চাচ্ছে চিরস্হায়ী আওয়ামী শাসনের বন্দোবস্ত। মানিক মিয়ার ইত্তেফাক, পুত্র আনোয়ার হোসেনের সম্পাদনায় আওয়ামী গণবিরোধী অবস্হানের সমর্থনে লাগামছাড়া। সচেতন মানুষকে এই দেশ ও গণতন্ত্র বিরোধী ষড়যন্ত্র ব্যর্থ করে দিতে আহবান জানাই।

বিষয়: বিবিধ

৯৪৮ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File