প্রকৃত ইসলামী দল ? আমার ভাবনা।
লিখেছেন লিখেছেন শিশিরবাবু ০৫ এপ্রিল, ২০১৩, ০২:৩০:১৯ দুপুর
ইসলামকে খুঁজতে হবে প্রথমত ' কোরআন ' ও প্রাসংগিক সুন্নাতের আলোকে। মুহাম্মদ (দঃ) এর ইন্তেকালের পর মুসলিম মনীষীরা 'কোরআন ' ও হাদীসের আলোকেই আইন, বিধি-বিধান প্রণয়ন করতেন। পরবর্তী সময়ে ' কোরআন ' ও হাদীসের সরাসরি গবেষণায় না গিয়ে কোন একজন নির্ভরযোগ্য মনীষির প্রণীত গ্রন্হের অনুসরণ করা মুসলমানদের অভ্যাসে পরিণত হয়েছে। অবশ্য ছোট, বড় নানা বিষয়ে কিছু আলোচনা, গবেষণা, বিতর্ক অদ্যাবধি চালু আছে। বিভিন্ন মানুষের বিশ্লেষণ, প্রায়োরিটি, সমস্যার ধরণের বৈচিত্র্য, স্হান-কালের প্রেক্ষিত অনুযায়ী তার উপসংহারও বিবিধ হতে পারে। এখানে আমাদের কিছু মৌলিক নীতিমালায় ঐক্যমত অর্থাৎ মৌলিক আকিদায় বিশ্বাসী হতে হবে। অন্যান্য বিষয়ে মতের ভিন্নতাকে স্বাভাবিক ভাবেই দেখতে হবে। গত ১৫০০ হাজার বছরের ইসলামের ইতিহাসে হাজারো ঘটনাপ্রবাহে মুসলমানরা আজ শুধু মাত্র বহুধা বিভক্তই নয়, পরষ্পর বিচ্ছিন্নও বটে। মৌলিক আকিদা সমূহের উপর ভিত্তি করে গণতান্ত্রিক সহ অবস্হানে মুসলমানদের ঐক্যবদ্ধ হওয়া আজ সময়ের দাবী। পীরভক্ত, মাজাহাবী, রাজনৈতিক ইসলাম বা সেক্যুলার টাইপ যাই হই না কেন,একে অপরকে বোঝার জণ্য সৎ নিয়তে খোলা মনে এগিয়ে আসতে হবে। বিপক্ষকে এক কথায় খারিজ করে দেওয়ার মধ্যে কোন কল্যাণ নিহিত নেই। তবে, হ্যা, মুনাফেকদের সম্পর্কে আমাদের সতর্ক থাকতে হবে। পশ্চিমের দর্শন ও মূল্যবোধ মানুষকে মুক্তি দিতে পারে নাই। তারা ঐতিহ্যবাহী মূল্যবোধের শৃংখল খুলতে গিয়ে জৈবপ্রবৃত্তির, ইহলৌকিক কারাগারে বন্দী হয়ে পড়েছে। মুহাম্মদ (দঃ) এর মাধ্যমে যে ঐশী দিকনির্দেশনা মুসলমানের গৃহে প্রতিবন্ধী অবস্হায় আটকে পড়েছে, সেই দ্বীন ইসলামকে বিশ্ববাসীর কাছে পরিচয় করিয়ে দেওয়ার দায়িত্ব মুসলমানদেরই। এই পরিচয় তুলে ধরতে গিয়ে আমরা যেন অন্ধের হাতী দর্শনের মত হাস্যকর অবস্হার সৃষ্টি না করি।গল্পটা হল হাতীর পা ছুঁয়ে এক অন্ধ বললো হাতী পিলারের মত, আরেক অন্ধ কান ছুঁয়ে বললো হাতী কূলোর মত ইত্যাদি।
বিষয়: বিবিধ
১১৪৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন