দেখুন পুলিশের হাত উড়ে যাওয়া ককটেল কাহিনী বিভিন্ন আওয়ামী হলুদ মিডিয়াতে কি লিখেছে ।

লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ০১ এপ্রিল, ২০১৩, ১১:২৮:৩০ সকাল

দৈনিক প্রথম আলো (পচা আলু)



লিঙ্কঃ এখানে

মকবুল চিকিৎসকদের জানিয়েছেন, তাঁর মাথা বরাবর বোমাটি আসছিল। তিনি মাথা বাঁচাতে দুই হাত দিয়ে তা ঠেকাতে গিয়েছিলেন। এতে বোমাটি তাঁর হাতেই বিস্ফোরিত হয়।


এবার আরেক দালাল দৈনিক ইত্তেফাকঃ



লিঙ্কঃ এখানে

সংঘর্ষ চলাকালে ছাত্রশিবির কর্মীদের নিক্ষিপ্ত একটি ককটেল পিএসআই মকবুল হেসেনের বাম হাতে বিস্ফোরিত হয়। এত তার বাম হাতের কব্জি উড়ে যায়। এসময় তিনি বিস্ফোরিত ককটেলের যন্ত্রণায় ডান হাতটি দ্রুত বাম হাতের কাছে আনতেই ডান হাতের পাঞ্জায় আরেকটি ককটেল এসে বিস্ফোরিত হয়। এতে তার ডান হাতের কব্জি বিচ্ছিন্ন হয়ে গেলে তিনি অজ্ঞান হয়ে মাটিতে লুটিয়ে পড়েন।


==========================================

তাহলে আসল ঘটনা কি? নাটকের স্ক্রিপ্ট লিখতে গিয়ে একেক জন একেক স্ক্রিপ্ট লিখেছেন আর এতেই আসল নাটকের কাহিনী সবার সামনে উন্মুক্ত হয়ে গেছে। ঘটনা সত্য কি সেটা নিশ্চয় সবাই জানেন আর সেটা হচ্ছে
"সাউন্ড গ্রেনেডের পিন খুলতে গিয়েই বিস্ফোরণে কব্জি উড়ে যায় পুলিশ কর্মকর্তার"

বিষয়: বিবিধ

১২৯৫ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File