শিবির ককটেল দিয়ে ক্রিকেট খেলে আর পুলিশ উইকেট কিপার !!
লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ৩১ মার্চ, ২০১৩, ০২:৩৮:৪২ দুপুর
হলুদ মিডিয়ার সংবাদ পড়লাম, তারা লিখেছে শিবিরের ছোড়া ককটেলে পুলিশের এসআইএর দুই কব্জি নাকি উড়ে গিয়েছে।
হাসতে হাসতে বাঁচি না এই সব হলুদ মিডিয়ার হলুদ সাংবাদে।
আমার প্রশ্ন তাহলে শিবির আর পুলিশ মিলে কি ওখানে ককটেল দিয়ে ক্রিকেট খেলছিল? ঘটনার রেজাল্ট যদি খেয়াল করেন তাহলে বুঝতে পারবেন যে নিশ্চয় শিবির ককটেল ছুড়ে মেরেছে আর এসআই সাহেব সেটা দুই হাতে লুফে নিয়েছে আর যদি সেটাই না হবে তাহলে তার দুই কব্জি কীভাবে উড়ে যায়?
মানুষ কি এতই গাধা যে এই সব বানানো কাহিনীর কিছুই তারা বুঝবে না আর ঐ নিকৃষ্ট হলুদ মিডিয়ারা যা বলবে তাই অবলীলায় বিশ্বাস করবে?
তার কব্জি উড়ে গেল শিবির মারতে গিয়ে সাউন্ড গ্রেনেডে যেটা তার নিজের হাতেই বিস্ফোরিত হয়ে আর চোখ বুজে সেটাকে শিবিরের উপর চাপিয়ে দেয়া হল।
ভাবার কোন কারন নেই যে আমি জামাত বা শিবির করি কিন্তু সত্যকে সত্য বলি আর মিথ্যা কে মিথ্যা বলি এটাই হওয়া উচিৎ সবার আদর্শ ।
বিষয়: বিবিধ
১২৭৮ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন