বর্তমান প্রেক্ষাপটে দুইটি প্রশ্ন এবং তার উত্তর

লিখেছেন লিখেছেন সত্য সবার উপর ১৯ এপ্রিল, ২০১৩, ১০:০৪:০৪ সকাল

প্রশ্নঃ যে ব্যাক্তি শরীয়তের বিধানকে বর্বর মধ্যযুগীয়, সেকেলে, অচল বস্তাপচা বলে মনে করে তার বিধান কি?

উত্তরঃ সেই ব্যাক্তি কাফের। যেহেতু শরিয়েতের কোন বিধান অচল বস্তাপচা, বর্বর মধ্যযুগীয়, সেকেলে নয়। শরীয়তের বিধান বোঝার ক্ষেত্রে বা তা বহাল করার জন্য মানুষের বিবেক বুদ্ধি অচল হতে পারে কিন্তু শরীয়তের বিধান শাশ্বত, চিরন্তন এবং কালজয়ী ।

প্রশ্নঃ যে ব্যাক্তি মনে করে যে ইসলাম নারী পুরুষের সমান অধিকার না দিয়ে নারীর প্রতি জুলুম করেছে, সেই ব্যাক্তির বিধান কি?

উত্তরঃ ইসলাম নারী এবং পুরুষের সমান অধিকার দেয় নি কিন্তু ন্যায্য অধিকার দিয়েছে যার যা প্রাপ্য । ইসলাম কারো প্রতি কোন অন্যায় করেনি । ইসলামের এই অধিকার বন্ঠনকে যদি কেউ অস্বীকার করে এবং অন্যায় অবিচার মনে করে তাহলে সে কাফের।

ফাতোয়াঃ শায়খ ইবনে বিন বায (রঃ)

(দ্বীনী প্রশ্নত্তর- আব্দুল হামিদ ফাইযী)

বিষয়: বিবিধ

১৩৪০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File