নিজস্ব অর্থায়নে পদ্মা সেতু প্রকল্প হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতির মহোৎসব!!

লিখেছেন লিখেছেন সত্যবাক ১৭ মার্চ, ২০১৩, ১১:৩৬:১৩ সকাল

বিশ্ব ব্যাংক থাকলে দুর্নীতি করতে অসুবিধা। তাই এবার নিজস্ব অর্থায়নে পদ্মা সেতুর পরিকল্পনা করছে সরকার। এটা হবে সর্বকালের সর্বশ্রেষ্ঠ দুর্নীতিগ্রস্ত প্রকল্প। জনগণের পকেটের টাকায় পদ্ম্ সেতুর বাজেট দেখিয়ে “খাও দাও ফুর্তি করো” চলবে। নামে মাত্র সুদে বিশ্ব ব্যাংকের দীর্ঘ মেয়াদী লোন না নিয়ে জনগণের উপর বিশাল করের বোঝা চাপানো হবে কার স্বার্থে? এটা জনগণের পকেট কাটার ও (পুকুর চুরি না বরং) সাগরচুরির নীলনকশা। শেষতক সেতু তো হবেই না; যদি হয়ও তাহলে মাল-মেটারিয়েল চুরি করার কারণে, দুর্নীতির কারণে হবে অত্যন্ত নিম্ন মানের। কয়েক বছরেই বিলিন হয়ে যাবে। জনগণের স্বার্থ নিয়ে এমন তামাশা হচ্ছে কিভাবে, বুঝে অসছে না। সরকারের মন্ত্রীদের চাপার কাছে তো রাত দিন হয়ে যাচ্ছে আর দিন হয়ে যাচ্ছে রাত। এদের হাত থেকে বাাঁচার উপায় কী?

বিষয়: বিবিধ

১১১০ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File