বৃটিশ সরকারের টাকায় পরিচালিত “বিবিসি বাংলা” খোদ বৃটিশ সরকারের নীতির বিরুদ্ধে শাহবাগীদের পকখে বিবেকহীন প্রচারণা চালাচ্ছে! বৃটিশ সরকার জানে কি?
লিখেছেন লিখেছেন সত্যবাক ১৫ মার্চ, ২০১৩, ০৯:৩৩:৪২ রাত
বৃটিশ সরকার মৃত্যদন্ডের ঘোর বিরোধী। এ ব্যাপারে বৃটিশ সরকারের নীতি অত্যন্ত পরিষ্কার। আর বাংলাদেশের শাহবাগ মঞ্চের মূল দাবী ও শ্লোগান হচ্ছে বাংলাদেশে ৭১-এর মানবতাবিরোধী অপরাধের অভিযোগে আটক সকল আসামীদের (অপরাধ যাই হোক, কম বা বেশি) কেবল মৃত্যুদন্ডই দিতে হবে। যাবজ্জীবন কারাদন্ড বা অন্য কোন শান্তি দিলে হবে না। আদালত কাদের মোল্লার যাবজ্জীবন কারা দন্ডের রায় দেয়ার পর এ রায় মানি না শ্লোগান দিয়ে শাহবাগ আন্দোলনের সূচন হয়। শাহবাগে উচ্চারিত শ্লোগান হচ্ছে, একটা একটা জামাত ধর, ধইরা ধইরা জবাই কর! ছোট শিশুদের মাথায় ফাঁসি চাই ফাঁসি চাই লেখা স্টিকার, ৩য় শ্রেণী থেকে শুরু করে একাদশ শ্রেণি পর্যন্ত স্কুলের ছাত্র-ছাত্রীদের “ফাঁসি চাই, জবাই কর”- এরূপ হিংস্র শ্লোগান শিখাচ্ছে! এরূপ একটি বেআইনি ও বৃটিশ সরকারের নীতি বিরুদ্ধ কর্মকান্ডকে “বিবিসি বাংলা” শুরু থেকেই ব্যাপক সমর্থন ও কভারেজ দিয়ে যাচ্ছে। সংবাদ প্রচারের ধরণ, অনুষ্ঠান সাজানো, সাাতকারের জন্য ব্যাক্তি নির্বাচন সবই শাহবাগ আন্দোলনের পকখে জনমত গঠনের ল্যকে সামনে রেখে একই সুত্রে গাঁথা। বিবিসি বাংলার বর্তমান প্রধান ও কিছু সাংবাদিক বাংলাদেশের আওয়ামীলীগ সরকারের সমর্থক ও বামপন্থি মতাদর্শে বিশ্বাসী হওয়ায় হয়ত এমনটি হচ্ছে। বৃটিশ সরকারের প্রতিষ্ঠান অথচ কাজ করছে বৃটেনের সরকারী নীতির বিরুদ্ধে ও আওমীলীঘ সরকারের অনুকুলে। কি বিচিত্র! বৃটিশ সরকার বিষয়টি জানে কি? বাংলা ভাষায় প্রচার হওয়ায় তারা হয়ত এটা জানে না। বিষয়টির প্রতি বৃটিশ সরকার ও বিবিসি’র সর্বোচ্চ প্রধান ব্যক্তির দৃষ্টি আকর্ষণ করা দরকার।
বিষয়: বিবিধ
১২৫৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন