সরকারের লোকেরা যেন বলছে- চুপ! কোন কথা বলবি না, আমরা যা ইচ্ছা করবো। যদি কথা বলিস, নড়াচড়া করিস তবে একদম জানে মেরে ফেলব। তাদের হাতে জানে মারার অস্রও আছে। মানুষ এখন কী করবে?
লিখেছেন লিখেছেন সত্যবাক ১২ মার্চ, ২০১৩, ১২:১০:৫৫ রাত
ডাকাতরা বাসে উঠে বা বাসা বাড়ীতে ঢুকে লোকদের বলে- “এই চুপ! কোন কথা বলবি না, যার যা আছে দিয়ে দে। নতুবা জানে মেরে ফেলবো।” সাধারণত ডাকাতদের সংখ্যা থাকে কম কিন্তু তারা থাকে সংগঠিত এবং সশস্ত্র। আর আক্রান্ত মানুষগুলোর সংখ্যা থাকে বেশি কিন্তু তারা থাকে অসংগঠিত ও নিরস্্র। বর্তমানে গোটা বাংলাদেশের অবস্থা মনে হয় অনেকটা এমনই। বিভিন্ন ইস্যুতে সরকারের লোকেরা যেন বলছে- চুপ! কোন কথা বলবি না, আমরা যা ইচ্ছা করবো। যদি কথা বলিস, নড়াচড়া করিস তবে একদম জানে মেরে ফেলব। তাদের হাতে জানে মারার অস্রও আছে। মানুষ এখন কী করবে?
বিষয়: বিবিধ
১১৮৭ বার পঠিত, ০ টি মন্তব্য
পাঠকের মন্তব্য:
মন্তব্য করতে লগইন করুন