এ কমিটি সন্ত্রাসবিরোধী নয়, এটা হবে সন্ত্রাস ও সংঘাত সৃষ্টিকারী!

লিখেছেন লিখেছেন সত্যবাক ১০ মার্চ, ২০১৩, ১২:২৬:৪৮ রাত

১৯৭১ সালে পাকিস্তানী জালিম সরকার এদেশের মুক্তিকামী মানুষের কন্ঠ স্তব্ধ করে দেয়ার জন্য প্রথমদিকে (সন্ত্রাসবিরোধী) শান্তি কমিটি করেছিল। এ শান্তি কমিটির সদস্য করা হয়েছিল প্রধানত এলাকার চেয়ারম্যান মেম্বারদেরকে। বর্তমান সরকারের সন্ত্রানবিরোধী কমিটিও মনে হচ্ছে সেরকমই। নিপীড়িত মানুষের প্রতিবাদকে নাম দেয়া হচ্ছে সন্ত্রান! ৭১-এর শান্তি কমিটির লোকেরা যেমন আজ গণধিকৃত রাজাকার তেমনি আজকের সরকারের তথাকথিত সন্ত্রাসবিরোধী কমিটির লোকেরাও হবে ২০১৩ সালের গণরোষের কাছে পরাজিত নব্য রাজাকার! এ কমিটি সন্ত্রাসবিরোধী নয়, এটা হবে সন্ত্রাস ও সংঘাত সৃষ্টিকারী! এ কমিটিকে সরকারের অন্যায়ের প্রতিবাদকারীদেরকে সন্ত্রাসী নাম দিয়ে তালিকা করতে বলা হয়েছে। এখন প্রতিবাদী জনগণকেও এই কমিটির সদস্যদের তালিকা করে বিরোধীদলীয় নেতার কাছে জমা দিতে হবে যাতে ভবিষ্যতে এদের মানবতাবিরোধী অপরাধের বিচার করা যায়।

বিষয়: বিবিধ

৯৮১ বার পঠিত, ০ টি মন্তব্য


 

পাঠকের মন্তব্য:

মন্তব্য করতে লগইন করুন




Upload Image

Upload File